আমাদের কথা খুঁজে নিন

   

বিকৃতি, বঞ্চনা ও সংকটের গল্প।

http://www.myspace.com/423882880/music/songs/31785002

২ নভেম্বর, শুক্রবার বিকেলে আমার ব্যান্ডমেট জুয়েলের স্টুডিও "অচিন" -এ বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা হচ্ছিল নানান বিষয় নিয়ে। অবশ্য সেদিন, আমাদের আড্ডার বিশেষ অতিথি ছিলো, তাহসান (এক্স-ব্ল্যাক) এবং কনক আদিত্য। তাহসানের সাথে অনেকদিন পর দেখা। সে নিজের চতুর্থ এ্যালবাম বের করতে যাচ্ছে, কোরবানী ঈদের বাজারে।

এ্যালবামে ১০টি গান থাকবে। যেখানে বাংলাদেশ নামে অদ্ভুদ সুন্দর একটা গান আছে এবং পুরো এ্যালবামে আছে বিস্ময়। আমরা সেদিন, প্রথম আলোর একটা রিপোর্ট নিয়ে কথা বলছিলাম। প্রথমআলোর বৃহস্পতিবারের (১/১১/২০০৭) আনন্দ পাতাটির ভেতরে চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন হায়দার সারাদেশের সংস্কৃতি শীর্ষক কলামে " সম্মানটুকু চান গীতিকার, সুরকার ও শিল্পীরা বিকৃতির শিকার চট্টগ্রামের আঞ্চলিক গান" শীর্ষক একটি ফিচার । লিংকঃ Click This Link আমরা কথায় কথায় সবাই তাদের প্রতি সমবেদনা ও তারা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরে পেতে পারে সেই আশা ব্যক্ত করি।

শিরোনামহীনের জিয়া ভাই বললেন, মিউজিকে লাইভ ব্যাপারটা আর নেই। সবাই লুপ ইউজ করে, ঘরে বসে গান করছে। কারো কাজে কোনো নিজস্বতা নেই। তাহসান বললো, লুপ ইউজ করছে ঠিক আছে, কিন্তুrandom ব্যবহার একদম ঠিক নয়। আর নিজস্বতা না থাকলে কিসের সৃষ্টি! তবে, তাহসান ইদানীংকার মিউজিক কম্পোজারদের ভালো সাউন্ড এন্ড ইফেক্টস দেয়ার প্রবণতাকে সাধুবাদ জানান।

তাহসান, বিশেষ ভাবে প্রশংসা করেন দলছূটের নতুন "জোছনা বিহার" এ্যালবামের "জোছনাবিহার" গানটির! আমরা সবাই একবাক্যে তাতে সায় দিই! পরে আমি, তাহসান, জিয়াভাই, কনকদা, জুয়েল, সবাই মিলে দেশের মিউজিক অঙ্গনে একটা আশংকার কথা বা সংকটের সম্ভবনার কথা বলি। সেটা হলো, ভবিষ্যতে আমরা মানাম ভাইয়ের মতো ,রাসেল ভাইয়ের ,বাচ্চু ভাইয়ের মতো, মাহবুব ভাই বা টিপু ভাইয়ের মতো পারফরমার পাবো না এবং এতে লাইভ পারফরমার সংকট তৈরি হবে। যেটা ব্যান্ড মিউজিকের বিস্তৃতিকে এগুতে দিবে না। আপনাদের মতামত কাম্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.