আমাদের কথা খুঁজে নিন

   

জন্মই আমার আজন্ম পাপ, কারণ আমরা বাঙ্গালি

আমি শনজিম, আসছি আপনাদের সাথে


আজ অনেক দিন ধরেই লেখাটি লিখব লিখব করে লেখা হচ্ছে না, অনেকেই বলে যেমন কর্ম তেমন ফল, কথাটা মনে হয়না পুরোপুরি সত্য, কারন ইদানিং আমাদের দেশের যে পরিস্থিতি তাতে তো আরো বলা যায়না,
যেমন ধরুন আপনি লোকটা সৎ, কম তেলে রান্না খান, মাংস এড়িয়ে চলেন, নিয়মিত এক ঘণ্টা হাঁটেন, ধূমপান করেন না, রাজনিতির সাতেও নাই পাঁচেও নাই, একদিন আপনি হাঁটছেন আর হঠাৎ আপনার মাথার উপরে পড়ল ককটেল বা পেট্রোল বোমা, এখন কি আমরা বলব বা কেউ বলবে যেমন কর্ম তেমন ফল। আপনি, আমি বা অন্য যে কেউ মরে পরে রইল বা রইলাম কিংবা বার্ন ইউনিটে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে বা কাতরাচ্ছি তাহলে এটা আপনার বা আমার কোন কর্মের ফল? মাঝে মধ্যেই তাই মনে হয় জন্মই আমার আজন্ম পাপ কারন আমরা বাঙ্গালি। খুব সুন্দর একটা দেশ আমরা পেয়েছিলাম, এটাকে আমরাই নষ্ট করছি, কারন আমরা বাঙালি। আমরা মাছ খাই, আমরা মাছ চাষ করি, আর রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন, সাত কোটি সন্তানেরে হে বিমুগ্ধ জননী, রেখেছ বাঙ্গালি করে, মানুষ করনি।তাই তো পণ্ডিতজনে প্রশ্ন করেছেন, বাঙ্গালি থাকবি নাকি মানুষ হবি। না নতুন বছরটি আর মন খারাপ করে কথা নয়, ২০১৩ নামের আপদ বিদায় হয়েছে, ২০১৪ যেন আমাদের ভালো যায়, এই কামনাই করি মহান আল্লাহ তায়ালার কাছে। আর সব কিছুই কিন্তু আবার আল্লাহ তায়ালার কাছে ছেড়ে দিলেও হবেনা কারন তিনিই বলেছেন, সৎ কর্ম কর এবং সৎ পথে চলো। তাই কোনটি সৎ পথ এবং কোনটি সৎ কর্ম তা কিন্তু আপনাকে এবং আমাকেই খুঁজে বের করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.