আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্র পরিচালনায় শাওন

হুমায়ূন আহমেদের প্রায় সব ছবিতেই অভিনয় করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। কিন্তু এখনো পর্যন্ত কোনো ছবি পরিচালনা করা হয়নি তার। অথচ প্রয়াত হুমায়ূন আহমেদ স্ত্রীর জন্য চলচ্চিত্রের পাণ্ডুলিপি লিখে রেখে গেছেন। ২০০৮ সালে শাওনের জন্য পাণ্ডুলিপিটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ। 'গৌরীপুর জংশন' শিরোনামের সেই পাণ্ডুলিপি দিয়েই চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম লেখাচ্ছেন শাওন।

এ জন্য সব মিলিয়ে প্রায় বছরখানেকের প্রস্তুতি প্রয়োজন তার। সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে 'গৌরীপুর জংশন'র নির্মাণ শুরু করবেন তিনি। শাওন বলেন, 'আমার হাতে হুমায়ূন আহমেদের দুটি চলচ্চিত্রের পাণ্ডুলিপি রয়েছে। এগুলোর মধ্যে 'গৌরীপুর জংশন'টি আগে শুরু করব। এরপর হুমায়ূন আহমেদের ২০০৫ সালে লেখা 'নির্বাসন' নির্মাণ করব।

এটি তারই নির্মাণ করার কথা ছিল। কিন্তু পারলেন না। তার স্বপ্নটি দর্শকের সামনে আনব আমি। কিন্তু তার আগে 'গৌরীপুর জংশন নির্মাণের প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে আমরা লোকেশন দেখে এসেছি।

বর্তমানে আমরা ব্যস্ত আছি প্রিপ্রোডাকশনের কাজ নিয়ে। ' এদিকে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি শাওন হুমায়ূন আহমেদের অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জোছনা ও জননীর গল্প' নিয়ে নতুন করে কাজ শুরু করবেন। হুমায়ূন আহমেদ বেঁচে থাকতে বিটিভির জন্য নাটকটির ২৬ পর্বের কাজ শেষও করেছিলেন। কিন্তু তখন লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তিনি আর এটি নির্মাণ করেননি।

হুমায়ূন আহমেদ নাটকটির যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করবেন শাওন। শাওন বলেন, 'জোছনা ও জননীর গল্প' হুমায়ূন আহমেদের অমর উপন্যাস। যতটুকু কাজ তিনি করে গেছেন এককথায় তা অসাধারণ। আমার চেষ্টা থাকবে তার কাজের সঙ্গে যতটুকু সম্ভব মিল রেখে শেষ করে যাওয়া। ' নির্মাণের পাশাপাশি শাওন নৃত্যবিষয়ক রিয়েলিটি শো 'সেরা নাচিয়ে'র বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ কাজেও তাকে এখন বেশ সময় দিতে হচ্ছে। কাজের পাশাপাশি শাওন সন্তানদের জন্যও সময় বরাদ্দ রাখছেন। সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন। শাওন বলেন, 'ব্যস্ততা আমার ভালোই লাগে। ক্লান্ত কখনো-সখনো।

কিন্তু ফলাফল দেখলে তৃপ্তি পাই। সামনে অনেক কাজ। সফলতার সঙ্গে শেষ করতে পারলেই আমি খুশি। প্রস্তুতি চলছে বিস্তর। আশা করি দর্শকদের ভালো কিছুই উপহার দিতে পারব।

নিরাশ হবে না কেউ। '

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.