আমাদের কথা খুঁজে নিন

   

'তৃণমূল রাজতন্ত্রের নয়, গণতন্ত্রের'

কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে দিল্লীতে পরিবর্তেনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হবে। সমাবেশে নেত্রী বলেন, কেন্দ্রে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, কংগ্রেসের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প কংগ্রেস নয়।

দেশের বিকল্প তৃণমূল কংগ্রেস। দিল্লিতে দাঙ্গার নয়, সংহতির সরকার চাই। তৃণমূল রাজতন্ত্রের নয়, গণতন্ত্রের।

এছাড়া মুখমন্ত্রী এবার প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নেমেছেন। এ প্রসঙ্গে মমতার ঢালাও প্রশংসা করেছেন মহাশ্বেতা দেবী।

বললেন, মমতা নিঃস্বার্থভাবে কাজ করেন। মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সভাস্থলে মমতার সঙ্গে ওঠেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী। উল্লেখ্য, গতকালের ওই সমাবেশে পাঁচ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছিল। জি নিউজ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.