আমাদের কথা খুঁজে নিন

   

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু

মারিয়া শারাপোভা কিছুটা স্বস্তি নিয়েই বছরের প্রথম গ্র্যান্ডস্লাম শুরু করছেন। অন্তত ফাইনালের আগে অস্ট্রেলিয়া ওপেনে দেখা হচ্ছে না সেরেনা উইলিয়ামসের সঙ্গে। ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে দ্বিতীয়ার্ধে লড়াই করতে হবে তাকে। প্রথমার্ধে সেরেনার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন চীনা তারকা লি না, পেত্রা কেভিতোভা, সারা ইরানিরা। এর মধ্যে সেরেনা কোনো দুর্ঘটনায় পড়লে গত এক দশকের ভীতিটাকে ছাড়াই ফাইনাল খেলার আশা করতে পারেন শারাপোভা। এর জন্য অবশ্য তাকে সেমিফাইনালে হারাতে হবে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। পুরুষ এককে প্রথমার্ধে খেলছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে এবং হুয়ান মার্টিন দেল পুত্রো। দ্বিতীয়ার্ধে আছেন নোভাক জকোভিচ, ডেভিড ফেরার এবং টমাস বারডিচ। অর্থাৎ ফাইনালের আগে নোভাক জকোভিচের সামনে তেমন কঠিন প্রতিদ্বন্দ্বী নেই। তবে নাদাল, ফেদেরার ও মারেদের কঠিন লড়াই করতে হবে। এই চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম। অস্ট্রেলিয়া ওপেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.