আমাদের কথা খুঁজে নিন

   

স্কুল হকির বর্ণাঢ্য উদ্বোধন

হকির এমন বর্ণাঢ্য উদ্বোধন খুব কমই দেখা গেছে। হ্যাঁ, মওলানা ভাসানী স্টেডিয়ামের গ্যালারি ছিল একেবারে ফাঁকা। তারপরও কিশোরদের উৎসাহ দিতে আয়োজনের কমতি ছিল না। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় স্কুল হকির বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে গতকাল। থিম সউ, বেলুন, ভ্রাম্যমাণ গাড়ি সবই ছিল।

একেবারে চোখে ধরে রাখার মতো অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নিয়েন্দ্রে নেগ্রে। বিশ্ব হকির অভিভাবককে কাছ থেকে দেখতে পেরে বাড়তি অনুপ্রেরণা পেয়েছে কিশোররা। ঢাকা ছাড়াও ৬৪টি জেলায় ১০ ভেন্যুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১০২ টি স্কুলের প্রায় ১ হাজার ৬০০ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেবে।

নেগ্রে আয়োজন দেখে দারুণ সন্তুষ্ট। বললেন বিশ্বের কোনো টুর্নামেন্টে এত দল ও এত খেলোয়াড় চোখে পড়েনি। ফেডারেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যেভাবে এগুচ্ছে তা যদি ধরে রাখতে পারে আমি নিশ্চিত বাংলাদেশের হকি অনেক দূর এগিয়ে যাবে। নেগ্রে বলেন, শুধু টুর্নামেন্ট করলে চলবে না প্রতিভা যাচাই করে ছেলেদের উপযুক্ত ট্রেনিং দিতে হবে। পরিকল্পনা করে এগুলে বাংলাদেশে ভালোমানের খেলোয়াড়ের অভাব থাকবে না।

হকির ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেন, আমরা চাচ্ছি স্কুল টুর্নামেন্ট থেকে প্রতিভা বের করতে। তাই অধিকাংশ স্কুলের অংশগ্রহণের লক্ষ্যে ফেডারেশন খেলার সরঞ্জামাদি ফ্রি বিতরণ করেছে। রহমত উল্লাহ আশা প্রকাশ করেন এতে অবশ্যই কিশোর খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ফেডারশন সভাপতি এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারী, টুর্নামেন্ট কমিটির প্রধান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফার্স্ব সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এস জাকারিয়া ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এস কে বাশার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.