আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যে ভর করে ইমরুলের শতক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতির পরপরই সুরঙ্গা লাকমলের বলে স্কয়ার ড্রাইভে চার মেরে প্রথম টেস্ট শতকে পৌঁছান ইমরুল।

১৮৬ বলে শতকে পৌঁছানো ইমরুলের ইনিংসটি সাজানো ১৬টি চার ও ১টি ছক্কায় সাজানো। ১০২ রানে ব্যাট করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ভাগ্যও সঙ্গে ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের। বুধবার ৩১ রানে জীবন পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার ৯৫ রান সহজ ক্যাচ দিয়ে আবার বেঁচে যান তিনি। অজন্তা মেন্ডিসের সেই ওভারে আবার ক্যাচ দিলেও এবার ‘নো বল’ ত্রাতা ইমরুলের।

আগের ১৬ টেস্টে মাত্র ১টি অর্ধশতক ছিল ইমরুলের। লর্ডসে, ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে।

সোয়া দুই বছর পর দলে ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পৌঁছাতে ১১৬ বল খেলেন ইমরুল।

৩৬ রান নিয়ে খেলা শুরু করে ইমরুল অর্ধশতকে পৌঁছান দিলরুয়ান পেরেরার বলে এক রান নিয়ে। এ সময় ৬টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

অর্ধশতকে পৌঁছানোর পর ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেন ইমরুল। নুয়ান প্রদীপের পরপর দুই ওভারে টানা তিনটিসহ মোট সাতটি চার মেরে এক সময়ে ছাড়িয়ে যান বেশ এগিয়ে থাকা শামসুর রহমানকে।

চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর সতর্ক হয়ে যান ইমরুল।

১৪৯ বলে ৯০ রানে পৌঁছানোর পর মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে ১৮ বলে নিয়েছিলেন মাত্র ১ রান।
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.