আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ দুপুরের পর

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব।

কিছু কিছু হৃদয়ে বসন্ত এক অসম্ভবের নাম
কোন কোন স্থবির কলমে কখনও প্রাণসঞ্চার ঘটে না।
ধূলোমাখা বিষণ্ণ উন্মাদ বাতাসের উন্মাদনা
উনুনে জ্বলবার অপেক্ষায় পড়ে থাকা শুকনো ঝরা পাতা
এইসব কিছু হৃদপিন্ডের চারণভূমি, আতুরঘর।

ফাল্গুনের অর্চনায়,
পরিপাটি কিছু হলুদ শাড়ি কি ব্যক্ত করবে
অকথিত বেদনার আজন্ম লালিত চিৎকার?
যুবতী আমের মুকুল, ভ্রমরের আনাগোণা, ঘনিষ্ঠতা।
ঘরছাড়া ভ্রমর-
ন্যাপথলিনের গন্ধওয়ালা শাড়ি, অস্ফুট গোলাপ অসব আর কিছু চায় না
বৈশাখের অভিশাপ থেকে মুক্ত থাকার আকুণ্ঠ প্রার্থণা তার!

কিছু কিছু শরীর চৈত্রের আচমকা কুয়াশার মত অস্পষ্ট, ধূসর।
কারও কারও চোখের জলের উৎস মহাকালের কোন বেদনার্ত ঝর্ণা।
অর্ধেক পথ হেটে ফিরে আসা পথিকের দীর্ঘশ্বাঃস, স্তব্ধ দৃষ্টি
প্রসন্ন আলোর অতৃপ্ত সুর-ছন্দ-কম্পোজিশন মধ্যাহ্ণের ঝুলিতে
আজকাল কিছু ঘড়ি কর্তৃক এমনই অপহৃত সময়, বন্দী।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।