আমাদের কথা খুঁজে নিন

   

কেননা ভালোবাসা আবেগের পাগলামি ...

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " ওহ ... প্রকাশ তুই! আমি ভাবলাম .... যতবারই মুঠোফোন বেজে ওঠে আমি ভাবি ... একবার দুইবার তিনবার... একদিন দুইদিন তিনদিন ... সপ্তাহ মাস বছর কেটে যায় ! আমি আর আমার মুঠোফোন তবুও প্রতিমূহুর্ত অপেক্ষাতে থাকি কারণটা যৌক্তিকতা শূন্য, কেননা ভালোবাসা আবেগের পাগলামি ! কে ....? সেলিম ... ওহ, আমি ভাবলাম ... না, আমি জানি তুমিও আমাকে ভীষণ ভালোবাসো কিন্তু তুমিও জানো ভালোবাসা আবেগের পাগলামি ; আমাদের মধ্যে তাই এক আকাশ অদৃশ্য দূরত্ব এখন ... অনন্ত সময় ধরে তা উপভোগ করে যেতে হয়, বিষন্নতায় আর অস্থিরতায় ! আমরা জানি সময় থেমে থাকে না তাই হয়তো জীবন অপেক্ষায় থাকে না কারো ; হয়তো ... তবুও প্রেম আমৃত্যু অপেক্ষা করে যায় আমাদের এই বিচিত্র হৃদয়ে - ভালোলাগা উচ্চারণ পুনরাবৃত্তির অসীম আকাঙ্খায় ; প্রেম- অপেক্ষা -ভালোবাসা কি অদ্ভুত, কি আশ্চর্য, কি অদম্য...! কে ..? ওহ ....তারেক! আমি ভাবলাম .... নাহ... কিছু না। ( অপেক্ষা, ডি মুন, ২৮/০৪/২০১৩, রাত ১২;৩৩)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.