আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ-বিকৃত প্রচারনার প্রতিবাদ

গতকাল(৮ফেব্রুয়বরি) খবরে সারাদিন(সংক্ষিপ্ত) এবং রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে (বিস্তারিত) ফুলবাড়ীয়া( চ্যানেল আইয়ের ভাষায় ফুলবাড়ি)'র লাল চিনির উপর একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে অতীতে অনেক লেখালেখি করায় আগ্রহ নিয়ে বসেছিলাম অনুষ্ঠান দেখব বলে। রাতে অনুষ্ঠান দেখতে বসে প্রথমেই ধাক্কা খেলাম নিচের শিরোনাম দেখে। সেখানে ফুলবাড়ির লাল চিনি নিয়ে প্রতিবেদন। আসলে হবে ফুলবাড়ীয়া।

আমরা সাধারণত ফুলবাড়ি বলতে উত্তর বঙ্গের কয়লাখনি খ্যাত ফুলবাড়িকে বুঝে থাকি। অনুষ্ঠানের শুরুতে শাইখ সিরাজ সাহেব যে বর্ণনা দিলেন তা মোটামুটি ঠিক থাকলেও যখন সাব চিনির ব্যাখ্যা দিলেন আমিতো অবাক।
শাইখ সিরাজ সাহেবকে বলছি-কোন বিষয়ে এরকম বড় মাপের একটি অনুষ্ঠান করার আগে আরো পড়াশোনা করা দরকার।

আমার সব চাইতে খারাপ লেগেছে ফুলবাড়ীয়াকে ফুলবাড়ি হিসেবে উল্লেখ করায় এবং সম্ভাবত এই লেখাটি একারনেই লেখছি। কিন্তু লাল চিনির ক্রেতা শুধু গফরগাঁওয়ের মানুষ এমন বিকৃত তথ্য আপনি কোথায় পেলেন? তথ্যটি একজন কৃষকের নিকট থেকেই হয়ত পেয়েছেন।

কিন্তু তিনি হয়ত জানেন না এর প্রধান বাজার এখনও কিশোরগঞ্জ নামক জেলা। ঐ কৃষকের না জানলেও চলে কিন্তু আপনি শাইখ সিরাজের তা জানা উচিত। পাঠকদের আর বিরক্ত না করে লাল চিনির উপর প্রথম আলো ব্লগে আমার লেখাটি শেয়ার করলাম-
http://prothom-aloblog.com/posts/81/143346

এই লেখটি বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি:-ময়মসিংহ খন্ডে লোক খাদ্য হিসেবে সংক্ষিপ্ত আকারে স্থান পেয়েছে। এছাড়াও লেখাটি ২০১২ সালের বইমেলায় বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃক প্রকাশিত ব্লগ সংকলন-নগর নাব্য গ্রন্থে প্রকাশ হয়েছে।

পরিশেষে আমার মনে হয়েছে কৃষকদের নিয়ে তৈরি অনুষ্ঠান কৃষকরা দেখেন না বলেই উনি শাইখ সিরাজ হতে পেরেছেন।

দেখলে খবর আছিলো। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.