আমাদের কথা খুঁজে নিন

   

সব দলের নীতিমালা ঠিক করণের ঠিকাদারি লইছে আম্লীগ

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

আম্লীগের নেতা গো কতা হুনলে মনে লয়, দেশের সব রাজনীতিক দল কেমনে চলবো, কি করবো এই তাগো ঠিক করে দেওনের কাম। দলটির শীর্ষ নেত্রী থেইকা মহল্লার পাতি নেতা পইয্যন্ত এমুন কাজ কইরবার চান।

আপা একই কতা বার বার কইতাছেন-খালেদার জামাত সঙ্গ ত্যাগ।

বেশি কইরে এমুন কতা কইলে আম জনতা সন্দেহের চোখে দেখে। আমরা তো সন্দেহ বাতিকগ্রস্থ জাতি। যেমুন ধরেন যে কাউরে রাস্তা-ঘাটে দেইখলে পুলিশের সন্দেহ অয়। হয়রানি করে, ৫৪ ধারায় খাচায় ভইরা ট্যাকা কামায়!

প্রজন্ম লীগ তো সন্দেহ কইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগো পিটায়া দিছিল গত ২৯ ডিসেম্বর। তাগো সন্দেহ এ শিক্ষকরা নাশকতা কইরতে পারে।

আবার শিক্ষক নামধারি কিছু কুলাঙ্গার তাগো পক্ষ লইলো। রাজনীতি দিয়া ঘটনাটা বুইঝবার চাইলো। গ্রেট চোদনা কাকে বলে। এই চোদনারা বিম্পির আমলে কত্ত নীতি কতা হুনাইতো। অগো কতা হুইনা মনে অইতো ওরা কত মহান।



আমরা কই আপা, আপনার কামটা আপনি কইরা ফালান না। জমাতের নিষিদ্ধ কইরা দ্যান। হেইডা না কইরা কার কি ত্যাগ যোগ করন দরকার হেই কন্সালটেন্সির কি দরকার। আপনি কত্তদিন ধইরা কইতাছেন তাগো আপনি নিষিদ্ধ কইরবেন। কিন্তু আলামত তো দেখতাছি না।



আজইকা আবার হাছান মাহমুদ কইছে বিম্পিরে দল গোছাইতে ৫ বচ্ছর সময় দিতাছে। মনে লয় দল গোছাইবার জইন্য তারে বিম্পি কন্সালটেন্স নিয়োগ দিছে।

দিতে পারে-এইটাও বিশ্বাসে লয়- বিম্পির কিছু লোক আছে, যারা গুলশান ও নয়া পল্টন অফিসে ম্যাডামের আসে পাশে থাকে। তারা আবার হাছন ভাইদের পোষা প্রাণী। শাজান ভাইগো আনুকইল্য পাইতে ব্যস্ত।

আহা রাজনীতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.