আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডেতে সাফল্যের প্রত্যাশা মুশফিকের

চোট কাটিয়ে ফেরা বাংলাদেশের অধিনায়ক রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, “টি-টোয়েন্টি সিরিজে জয় না পেলেও আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। ছোট-খাটো কিছু ভুলের জন্য হয়তো জয় পাইনি। ”

“তবে ওয়ানডেতে ঘরের মাঠে গত এক-দেড় বছর আমরা খুব ভালো খেলেছি। টেস্ট বা টি-টোয়েন্টিতে ধারাবাহিক না হলেও ওয়ানডেতে আমরা ধারাবাহিক। নিজেদের মাঠে আমরা যে কাউকে হারানোর সামর্থ্য রাখি।

শ্রীলঙ্কা শক্তিশালী দল। আমার মনে হয়, তিন ম্যাচেই খুব কঠিন লড়াই হবে। ”

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। ব্যথা নিয়ে ঐ ম্যাচে খেললেও টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়।

ওয়ানডে সিরিজের দলে ফিরলেও উইকেটের পেছনে না দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “ব্যাটিং করার সময় কোনো ব্যথা অনুভব করছি না।

তবে একটা আঙুলে একটু ব্যথা আছে। কিপিং করা তাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। টিম ম্যানেজমেন্ট এবং আমিও কোনো ঝুঁকি নিতে চাই না। আবার ব্যথা পেলে অনেক দিনের জন্য হয়তো মাঠের বাইরে চলে যেতে হবে। ”

অবশ্য উইকেটরক্ষকের দায়িত্ব দারুণ উপভোগ করেন মুশফিক।



“ওই জায়গা থেকে ফিল্ডিং পজিশনগুলো খুব সহজেই দেখা যায়। সেদিক থেকে এটা খুব মিস করবো। যদিও কিপিং করলে প্রতিটা বলে মনোযোগ রাখতে হয়, অনেক চাপ থাকে। সেদিক থেকে হয়তো একটু চাপমুক্ত থাকতে পারব। ”

“আমার চোট সম্পূর্ণ সেরে উঠতে আরো ৫/৬ সপ্তাহ লাগতে পারে।

এমন না যে শতভাগ ঠিক হয়ে যাবে। হয়তো এটা নিয়েই আমাকে খেলতে হবে। ৩/৪ বছর ধরে তো একটা আঙুল ভাঁজ করতে না পেরেও খেলে যাচ্ছি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.