আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডেতে বড় জয়ে শুরু

ব্যাট হাতে নাসির হোসেন, এরপর বল হাতে আলো ছড়ালেন জিয়াউর রহমান। তাঁদের হাত ধরে আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩২.১ ওভার খেলতেই ১৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের জয়ের নায়ক জিয়াউর রহমান।

৯ ওভার বল করে ৩০ রান খরচায় পঁচটি উইকেট শিকার করেন এই ফাস্ট-মিডিয়াম বোলার। শফিউল ইসলাম নেন দুটি উইকেট।
এ ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহের কারিগর ছিলেন নাসির হোসেন। দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রেখে ৬৮ রান করেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ।


দলীয় ৯৪ রানের মধ্যে চারটি উইকেট হারায় বাংলাদেশ। সেই বিপর্যয় কাটে পঞ্চম উইকেটে মমিনুল-নাসিরের ৭৬ রানের জুটিতে। দলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে থাকা মমিনুল হন। ৬৮ রান করা নাসির হোসেন যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ২১৪। বাংলাদেশের ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহ নিশ্চিত হয় শেষের দিকে মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে।


জিম্বাবুয়ের সফলতম বোলার শিঙ্গি মাসাকাদজা। ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন তিনি। ৫২ রান খরচায় দুটি উইকেট নেন টেন্ডাই ছাতারা। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.