আমাদের কথা খুঁজে নিন

   

আল-কায়েদার বার্তা মুক্তিযুদ্ধকে প্রশ্নবি

জঙ্গি সংগঠন আল-কায়েদাপ্রধান আয়মান আল-জাওয়াহিরির অডিওবার্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ আওয়ামী ওলামা লীগের।

বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এ অভিযোগ করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী।

তিনি বলেন, এ অডিওবার্তা বিএনপি-জামায়াত ও হেফাজতের বহিঃপ্রকাশ মাত্র। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা হাজী আদম আলী, কায়সার ই আযম রানু, মাওলানা মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ইলিয়াস হোসাইন বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে যারা গণহত্যা, লুটপাট, ধর্ষণ, অগি্নসংযোগ চালিয়েছে আল-কায়েদা তাদের বিচার ব্যাহত করতে চায়।

তিনি বলেন, আল-কায়েদা নেতা জাওয়াহিরির বক্তব্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে হুবহু মিল রয়েছে। জামায়াতের প্রচারিত ফুটেজ ও আল-কায়েদার ভিডিও ফুটেজ একই। প্রমাণিত হয় বিএনপি, জামায়াত ও হেফাজত আর আল-কায়েদা একই সংগঠন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.