আমাদের কথা খুঁজে নিন

   

স্যারদের নিয়ে মজার কাহিনী - ১

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

প্রথমেই আমাদের এক শিক্ষকের কাহীনি বলে নেই, উনি সাধারনত কোন দাওয়াত মিস দেননা, ছাত্রদের কারও বোন বা ভাইয়ের বিয়ে উনি আছেন, কোনও খাওয়া-দাওয়ার অনুষ্ঠান উনি আছেন, ছাত্রদের শিক্ষামূলক সফর বা পিকনিক উনি আছেন, মোট কথা কোনও অনুষ্ঠান উনার মিস নাই। তবে শিক্ষামূলক সফর বা পিকনিকে উনি একটু টেনশনে থাকেন কারন একটু পর পর উনাকে বাথরুমে যেতে হত (ছোট কাজ না, বড় কাজের জন্য), উনি বেশিক্ষন বেগ চেপে রাখতে পারতেন না।

তখন ৫ম বা ষষ্ঠ শ্রেনীতে পড়ি, আমাদের ক্লাশের পিকনিক এবং যথারীতি ঐ স্যারও আছেন। আমরা বাসে চড়ে যাব, সময় মোটামুটি ২ ঘন্টা লাগবে। ওখানে একটি স্কুলে গিয়ে উঠব, আমাদের মাল-পত্র রেখে ঘুড়তে বের হব আর স্কুলের মাঠে রান্না হবে।



সকাল ৮টায় রওনা দিব এবং সবাই বাসে উঠে রেডি কিন্তু ঐ স্যার নাই, যাই হোক কিছুক্ষন অপেক্ষার উনি এসেই তারা দিলেন তারাতরাি বাস ছাড়ার জন্য এবং হাসতে হাসতে অন্য স্যারদের বলনেন দুই ঘন্টার পথতো পেটটা একটু ক্লিয়ার করে নিলাম।

মহা হইচই এর মধ্য যাত্রা শুরু হল এবং ঘন্টা খানেক বাস চলার পর শুরু হল ভাঙ্গা রাস্তা, বাস খুব ধীরে ধীরে চলতে শুরু করল এবং আমরা চিন্তা করলাম ৩ ঘন্টার আগে পৌছাতে পারবনা।

আড়াই ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমাদের ঐ স্যার একটু উশখুষ শুরু করলেন। আরেক স্যারকে বললেন আর কতক্ষন লাগবে, ওখানে বাথরুম সারার ব্যাবস্থা কি? স্যার বললেন স্কুলের বাথরুমেই যেতে পারবেন মাঠের পূর্ব কোনাতে তবে বদনা নিয়ে পুকুড় থেকে পানি নিয়ে আসতে হবে। কিছুক্ষন পর স্যার দাঁড়িয়ে গেলেন আর হাটাটাটি শুরু করলেন আর বলতে লাগলেন আর কতক্ষন লাগবে।



যাইহোক আমরা স্কুলের কাছাকাছি আসতেই স্যার বাসের দড়জার কাছে গেলেন এবং বাস থামতেই আমাদের বাসের মধ্যে একটা বদনা ছিল তা নিয়ে দৌড় দিলেন।

কাজ শেষে স্যার খুব চিন্তিত মনে ফিরে এলেন এবং এক স্যারকে বললেন -
- ক্যা জাফর মিয়া, হামার গোয়া কেমবা জলোছে আর হাতও কেমন জানি ল্যালপা, ল্যালপা লাগোছে

- ক্যান জলবে, আপনি কোন পানি দিয়ে সুচেছেন

- না, চিন্তা করলাম পুকুড় থেকে পানি আনতে গেলে দেড়ি হয়ে যাবে তাই বাস থেকে নামার সময় দেখলাম বাসের ভিতরে এক বদনা পানি, ওটা নিয়েই দৌড় দিছি

- হায় হায় আপনি করছেন কি, বদনাতে করে কেরসিন আনছিলাম চুলা জালানোর জন্য, আসেপাশে কেরসিন পাওয়া যাবে কি না সেজন্য।





স্যার মারা গেছেন, সবাই দোয়া করবেন স্যারকে যেন আল্লাহ বেহেসত্ নসিব করেন - আমীন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.