আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুত বিল



বিদ্যুত বিল নিয়ে ঝামেলা পোহাচ্ছি ছোট থেকেই। ডিসেম্বর মাসের শেষের দিকে বড় বোন্ জানালো এ মাসের বিল ৩০০০ + টাকা এসেছে। গত মাসের বিল দেয় নাই। লোক পাঠিয়ে বিল কালেক্ট করে দেখে অক্টোবর এর বিল ২৪০০ এর মতো আর নভেম্বর এর বিল আমাদের ময়মনসিংহ এর বাসায় তো এতো বিল আসার কথা না! অসুস্থ থাকার জন্য যেতে পারছি না। যাক একজনকে পাঠালাম বিদ্যুত অফিসে।

সে জানালো ওরা বিল ঠিক দেবে। দিলো না।

আমি গত মাসে ওদের অফিস এ গেলাম। আমার মিটার এর ২৬ ফেব্রুয়ারির রিডিং ১১৯২৫। ওদের বিল এর ২৬ ডিসেম্বর এর রিডিং ১১৯৩০।

বোঝেন গেরো। ২ মাস আগের রিডিং বর্তমান রিডিং এর চেয়েও বেশী। তার ওপর দেখি ও এম এফ ১.১৮। নির্বাহী প্রকৌশলী অফিস এ নেই। ঢুকলাম সাব ডিভিসনাল ইঞ্জিনিয়ার এর অফিসে।

উনার বক্তব্য একজন মিটার রিডার এতো মিটার দেখতে পারে না। তাই অনেক সময় নিজের মনগড়া রিডিং বসায় দেয়। ও এম এফ এর কথা। আমার বাসায় কি মিটার লাগানো? মিটার রিডার বলে ডিজিটাল। তো? মিটার রিডার বললো ""কম্পুটার " করসে!!!!!!

দেখেন ৪০০ ইউনিট এর উপর হোলে বিল ৭.৯৩ পার ইউনিট।

আর নিচে ৪.৯৩। মানে আমাকে ইউনিট প্রতি ৩ টাকা বেশী দিতে হবে। আবার ও এম এফ এর জন্য ইউনিট কে ১.১৮ দিয়ে গুন করা হবে।


সবাই কে অনুরোধ করছি নিজেদের মিটারটা প্রতিটা বিল দেয়ার আগে দেখে নিবেন। এইটা কোনো রকেট সাইন্স না।



জানিনা কি করতে পারবো। এখন নিজের উপর বিশ্বাস হারাচ্ছি। লাঠি নিয়ে কোন মতে হাটি। কতো দিন ওদের পেছনে ঘুরতে পারব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.