আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুত না পেয়ে বিদ্যুত কেন্দ্র ভাংচুর কতোটা যৌক্তিক?

অফ লাইন থাকবো সবসময় একটা কল্পনা করুন, ধরুন আপনার পরিবারের লোক সংখ্যা ৪ জন; আপনার খুব খিদে পেয়েছে, আপনি দেখলেন ঘরে খাবার আছে অল্প, ৩ জন পেট ভরে খেতে পারবে। তখন, আপনি কি করবেন? আপনি যদি বুদ্ধিমান হন তো আপনি অল্প অল্প করে সবাইকে দিয়ে সমান ভাগ করে খাবেন, পেট না ভরুক, সবার পেটে যেন খাবার যায় সেটা নিশ্চিত করবেন। আর যদি স্বার্থপর হন তো নিজে একাই সব খেয়ে ফেলবেন। আর যদি মহা বেকুব, মহা গর্দভ হন তো আপনি পুরো খাবারের হাড়ি নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। নিজেও খাবেন না কাউকে খেতেও দেবেন না।

ঠিক একই যুক্তি খাটে আমাদের দেশে বিদ্যুত না পেয়ে বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর করার ক্ষেত্রে। আমাদের দেশ অর্থনৈতিক ভাবে দরিদ্র, এখন ভাংচুর করে যদি আরও দরিদ্র বানিয়ে দেয়া হয় তাহলে কি কাজটা যুক্তিযুক্ত? না। আসলে এই ভাংচুর করে কিছু ভাড়াখাটা লোকজন যারা পয়সার বিনিময়ে নিজের দেশের ক্ষতি করে, মীর জাফর ধরনের লোক এরা। সাথে কিছু উত্তেজিত বোকা মানুষ থাকে যারা না বুঝেই দেশের ক্ষতি করে। কথা হল, বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর করলে আপনি বিদ্যুৎ পাবেন কিভাবে? যেই বিদ্যুৎ কেন্দ্র আপনি ভাঙ্গলেন সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে তো আর বিদ্যুৎ তৈরিই হবে না কারণ আপনি তা ভেঙ্গে ফেলেছেন।

আপনাদের উচিত আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাতে বেশী করে বিদ্যুৎ পাওয়া যায়। কাজেই বিদ্যুৎ কেন্দ্র ভাংচুর না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করুন এবং এই বিদ্যুৎ কেন্দ্র গুলো নজরে রাখুন যাতে মীর জাফররা নষ্ট করতে না পারে। আসলে আমাদের দেশকে পঙ্গু করতে নানা ধরনের পরিকল্পনা চলছে, এগুলো তারই অংশ বিশেষ। তাই আসুন, আমরা ভাংচুরকারীদের প্রতিহত করি, ভাড়াখাটা মীর জাফরদের থেকে দেশের সম্পদ রক্ষা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.