আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর কোরিয়ায় শতভাগ ভোটে নির্বাচিত কিম জং উন

উত্তর কোরিয়ার 'সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি'র নির্বাচনে নিজ জেলা মাউন্ট পায়েকতুতে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ভোট গণনার সময় দেখা যায় ওই এলাকায় একটাও 'না' ভোট পড়েনি তার ব্যালটে। গত রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিম জং উন ক্ষমতায় আসার পর দেশটিতে এটিই প্রথম কোনো নির্বাচন। ২০১১ সালে উত্তর কোরিয়ার সাবেক নেতা ও তার বাবা কিম জং ইল মারা যাওয়ার পর তিনি দেশটির দায়িত্বভার গ্রহণ করেন।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় সাধারণত প্রতি পাঁচ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির প্রতিটি জেলাকে একটি আসন ধরা হয়। ৬৮৭টি জেলার প্রতিটিতে একজন মাত্র প্রার্থীই দাঁড়াতে পারেন। তাতে ভোটাররা শুধু 'হ্যাঁ' বা 'না' ভোট দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.