আমাদের কথা খুঁজে নিন

   

"খুদা কে লিয়ে " এক অসাধারণ এক পাকিস্তানি মুভি।



প্রথমেই বলে নিই এটা মুভি রিভিউ নয়। গতকাল ১৪ই মার্চ ২০১৪ হঠাত একটা মুভি দেখি। মুভিটা একটা পাকিস্তানি মুভি। পাকিস্তানি শুনেই মনে করবেন না, আমি আবার পাকি জিনিসের বিজ্ঞাপন দিতে আসলাম কী না। না ভাই, এরকম কোন ইচ্ছা নাই।

একটা ভালো মুভি দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করা।

মুভিটা শুরু হয়েছে লাহোরে বসবাসরত আধুনিক শিক্ষায় শিক্ষিত দুই ভাই মানসুর আর সারমাট কে নিয়ে । পুরো মুভিটা এদের দু'জন কে নিয়েই আবর্তিত হয়েছে। প্রথমত এই দুই ভাইই গায়ক । সারমাট কে তার এক বন্ধু শেরশাহ এক মাওলানার সাথে পরিচয় করিয়ে দেয়।

এই মাওলানা আবার তালিবানদের নেতা। সারমাট ধীরে ধীরে রক্ষণশীল হতে শুরু করে। এই নেতাই সারমাটকে আফগানিস্তানে যুদ্ধে নিয়ে যায়। তার ভাই মানসুর যায় আমেরিকাতে মিউজিক শিখতে। সেখানে ১১ই সেপ্টেম্বর, ২০০১ এর পরে মান্সুরের উপরে নেমে আসে অকথ্য নির্যাতন।


এরই মাঝে সারমাট এর চাচাতো বোন ব্রিটিশ নাগরিক ম্যারির সাথে তার বিয়ে হয়ে যায়।
আমার মনে হয় মুভিটা দেখে আপনারা অবশ্যই মনে হবে একটি অসাধারণ সুন্দর মুভি দেখলাম।

মুভির ডাউনলোড লিঙ্ক

টরেন্ট লিঙ্ক Khuda Kay Liye

ইউটিউব লিঙ্ক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.