আমাদের কথা খুঁজে নিন

   

একজন মায়ের কথা

নীলার মা নীলাকে বললো : তুই উদ্ভ্রান্ত ছেলেটিকে বিয়ে করলে সুখী হতিস। ভা্বলাম, নীলার মা আমাকে একটিমাত্র মুহুর্ত দেখেছিলো শুধু তাঁর হাতের বানানো মাত্র একগ্লাস শরবত আমার শ্রান্তি দূর করেছিলো চিরন্তন শুশ্রুষাকামী মা আমার একবার মাত্র দেখেছিলেন আমার কোমল চোখে আামি জানতাম এই মাতৃত্বের দাম দেবো সে সম্পদ আমার কাছে নেই সেদিন তাই অতিদ্রুত বেরিয়ে এসেছিলাম আমার অবিকল মায়ের আবাস থেকে আজ বহুটা পর নীলা না, নীলার মাকে খুব করে মনে পড়ে মনে হয় ধাবমান কালের স্রোতে পাওয়া আমার এক বিকল্প মা যে কিনা আমার গর্ভধারিণীর এক অবিকল অস্তিত্ব। নীলা আমাকে ভালোবেসেছিলো সেই ভালোবাসা ছুঁড়ে মেরেছিলাম মিউনিসিপালিটির ট্রাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.