আমাদের কথা খুঁজে নিন

   

হাসান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার সৈয়দ মো. হাসান আলী ওরফে হাসেন আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রাজাকার হাসান আলীকে গ্রেফতারে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

গত মঙ্গলবার প্রসিকিউটর আবুল কালাম আযাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসান আলীর বিষয়ে তদন্ত চলছে। তদন্তের সুবিধার্থে হাসান আলীকে গ্রেফতার করা দরকার।

এখনই তাকে গ্রেফতার না করা হলে যেকোনো সময় তিনি পালিয়ে যেতে পারেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.