আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্ন করলে লজ্জা বোধ করব: অ্যাডভোকেট কামরুল

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'আমাকে যদি প্রশ্ন করেন, সরকারের মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আপনি কেন ব্যবস্থা নিতে পারছেন না? তাহলে আমি লজ্জা বোধ করব। আপনাদের বিবেককে জাগ্রত করে প্রশ্ন করেন, এই সকল অপপ্রচারের বিরুদ্ধে কী করা উচিত? অবশ্যই তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করতে হবে। '

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণগন্থাগার মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মরহুম মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল হকের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ভারতে কি ফেরারি আসামি দাউদ ইব্রাহিমের সংবাদ এত গুরুত্বারোপ করে ছাপা হয়? তার বক্তব্য ফলাও করে প্রচার করা হয়? এটা কোনো আইনসিদ্ধ বিষয় হতে পারে না। এ বিষয়ে সংশ্লিষ্ট তথ্য মন্ত্রণালয়ের আইনসিদ্ধ ব্যাপারগুলো খতিয়ে দেখার দরকার।

খাদ্যমন্ত্রী বলেন, এটাকে আর বাড়তে দেওয়া যায় না। এখনি এটাকে রোধ করতে হবে। এগুলো হালকা করে দেখার কোনো বিষয় না। এই মিথ্যাচার, বাকসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে এখনিই বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা দরকার।

এ সময় এমএ জলিলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.