আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিত জাগবে

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে এমন খেলা খেলছো দিদি এমন খেলা খেলছো নদী থেকে নৌকো তুলে শুকনো পথে ঠেলছ ঠেলে ঠেলে আর কতদূর আর কতকাল দাদা ভাবছো শুধু তোমরা চালাক আমরা সবাই গাধা? মৌলবাদের ধুয়া তুলে তুলছো মুখে ফেনা লোক দেখানো ভাওতাবাজি সব আমাদের চেনা তোমাদেরও রাখছে চিনে বাংলার পাবলিকে যেমন চেনা গোলাম আজম সাঈদী নিজামীকে ওরা যেমন রগ কেটে দ্যায় পায়ের এবং হাতের দেখছিনাতো তোমরা সোনা এরচে ভাল জাতের বিশ্বজিতের হত্যা যখন ছিঁড়ছে বুকের তন্ত্রী মিথ্যে ভরা বিবৃতি দ্যায় ওই যে পিশাচ মন্ত্রী এমন খেলা খেলছো দিদি এমন খেলা খেলছো নদী থেকে নৌকো তুলে শুকনো পথে ঠেলছ কিন্তু দাদা মনে রেখো,মনে রেখো দিদি এসব কিছুর শেষও আছে,আছে বিধান বিধি ভেবে রেখো তোমরা সেদিন কোন শিবিরে থাকবে জনগণের সঙ্গে যেদিন বিশ্বজিতও জাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.