আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিত, ক্ষমা চাইলাম না

চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷ বিশ্বজিত, যৌবনের শুরুতেই সব স্বপ্ন, আশা- আকাংক্ষা অপূর্ণ রেখে তোমার এভাবে চলে যাওয়া যে কত বেদনাদায়ক তা তোমার পেছনে-ফেলে যাওয়া স্বদেশবাসী আশা করি কিছুটা হলেও অনুভব করবেন। তোমার তো কোনো দোষ ছিলনা, তবুও তোমাকে যে এই পরিণতির শিকার হতে হল তার জন্য আমরা সবাই দায়ি। সমস্ত বিশ্ব আজকের এই তাতক্ষণিক মিডিয়ার বদৌলতে তোমার খুনিদেরকে সনাক্ত করতে পেরেছে, পারেনি শুধু আমাদের দায়িত্বরত পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার। তাই তোমার কাছে ক্ষমা চাওয়ার ও কোনো নৈতিক ভিত্তি আমাদের আর অবশিষ্ট নেই। আমরা হয়ে গেছি একটি মস্ত নষ্ট-জাতি, জানি তোমার বিদেহী আত্মা আমদেরকে অমানুষ বলে ধিক্কার দিচ্ছে, দেবে কেয়ামত পর্যন্ত। মারা যায় তোমার মতো সাধারণ লোক, নেতা-নেত্রীর সন্তান কখনো রাস্তায় মারা যায়না, একাত্তরেও তারা নিরাপদে রাজার হালে ছিলো এই ঢাকায়ই, আর আমরা আশ্রয় নিয়েছিলাম ভারতে এক কোটি লোক, দেশের ভেতর মরেছি ৩০ লাখ, সম্ভ্রম হারিয়েছে তিন লাখ কিংবা তারও বেশি। স্বাধীনতার পর থেকে দেখে আসছি নেতা-নেত্রীরা শুধু তোমার মতো সাধারণ মানুষের রক্তে হাত রঞ্জিত করেন, লাশ ফেলেন, আর সেই লাশ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটেন। তোমার আত্মার শান্তি কামনা করছি বিশ্বজিত। জানি, আমরা ক্ষমার অযোগ্য, তাই আর ক্ষমা চাইলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.