আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিত !!!

আমি মানুষ, এটাই আমার পরিচয়। বিশ্বজিত কে যে ব্যাক্তিগত শত্রুতার জের হিসেবে ওরা মেরেছে তা একজন পাগল ও বুঝে ... সমস্ত দেশ খুনী গুলোকে চিনলো শুধু পুলিশ ছাড়া - এর জবাবদিহিতা সরকার কে ই করতে হবে ... বিরোধী দল গুলো জানে এ সময় বাচ্চাদের পরীক্ষা হয় তাও তাদের কোন মাথা ব্যাথা নাই কারণ তারা সাধারন মানুষের জীবন প্রবাহ কে কেয়ার করে না। তাদের কাছে নিজেদের স্বার্থ ই এক এবং অদ্বিতীয় ... সরকার কে বিভিন্ন দিক থেকে চাপে ফেলার জন্য সাধারন মানুষ এবং তাদের অসুবিধা গুলোকে জিম্মি করে , ব্যাবহার করে শুরু করে সরকার পতনের খেলা --- এর জবাবদিহিতা বিরোধী দল গুলো কে দিতে হবে। যুদ্ধপরাধীদের বিচার কাজ কে যারা ভন্ডুল করতে চাচ্ছে এবং তাতে যারা মদদ দিচ্ছে - তাদের সবগুলোকে ই চিহ্নিত করে সব গুলোকে ফাঁসী দিয়ে দেয়া দরকার ... একটা দেশ এতোগুলো শহীদের রক্তে রাঙ্গানো, এতোজন সাধারন মানুষ, মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার ত্যাগের ফসল---- তাদের অপরাধীদের বিচার হইতেই হবে যে কোন মুল্যে ... সরকারের হাজার ব্যারথতা এবং দুর্নীতি যা এতো প্রকট যে শাক দিয়ে আর মাছ ঢাকা যাচ্ছে না ... সেক্ষেত্রে সরকার এবং যুদ্ধাপরাধী এবং বেঈমান মীরজাফর গুলোর সব কয়টার এ বিচার হতে হবে ... তবে সেই বিচার হায়েনার মত রাজপথে মানুষ খুন করে নয়... রাজপথ আন্দোলনের জায়গা হলেও খুনাখুনি, রক্তপাতের জায়গা নয় ... সরকারি দল, বিরোধী দল গুলো - সবাই মিলে আমাদের মত সাধারন মানুষ কে অতীষ্ট করে দিয়েছে- আমাদের কে ঠেলতে ঠেলতে ওরা দেয়াল টা ও ভেদ করে ফেলতেছে ... সরকারি দল, বিরোধী দল গুলো এবং সবগুলো দলের ই জবাবদিহি করতে হবে সাধারন মানুষের কাছে এবং প্রত্যেকের ই যারযার কর্মফল ভোগ করা নিশ্চিত করতে হবে। আমাদের কে যথাযথ উদ্যোগ নিতে হবে এসব অব্যাবস্থা এবং দুরবস্থার বিপক্ষে ... জাগো বাঙ্গালী জাগো কিংবা বাংলার জনতা এক হউ বলে আমাদের কে ডাকার মতো এখন আর কেউ নাই তাই আসুন আমরা নিজেরাই নিজেদের কে ডাকি এবং সচেতন হয়ে যথার্থ পদক্ষেপ নেই... আমাদের ই আমাদের কে বাঁচাতে হবে- অন্য কোন মাসীহা এসে আমাদের কে বাঁচিয়ে রেখে যাবে না... আমাদের জন্য কোন ঘুম ভাঙ্গানিয়া, আশা জাগানিয়া পাখী নাই তাই আমি এবং আমরা ই নিজের ও পরস্পরের জন্য ঘুম ভাঙ্গানিয়া, আশা জাগানিয়া পাখী ... We have to take necessary action against human right violation ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.