আমাদের কথা খুঁজে নিন

   

ট্রায়াল

এইটা আমার ব্লগ। আমরা এই জন্যেই বলেছিলাম, আওয়ামি লীগ এর পলিটিকাল ট্রায়াল না ইম্পারশিয়াল আর যোগ্য লোক দের দিয়া একটা ডি পলিটিসাইযড ট্রায়াল হোক। এমন একটা বিচার হোক যার মাধ্যমে, পুরো জাতি স্বাধীনতার পক্ষ বিপক্ষ দন্দ শেষ করে সামনে আগাতে পারে। তখন অনেকে বলসিল এই আইসে রিকন্সিলিয়েসান পার্টি। আগাতেও খায় গোড়াতেও টোকায়।

আমরা তাই ওদের শানিত শব্দের ভয়ে চুপ করে গেসিলাম। সায়েদির মতো পাতি রাজাকার যে যুদ্ধের আগে শিশি আতর বেচত , তাকে যখন গোলাম আযম এর এক মাপে নিয়ে আসা হলো, আমাদের মনে হইছে,সামথিং ইজ রং! প্রথমে তো ঐ সময়ের লিডারশীপ রে ধরা উচিৎ ছিলো, বর্তমান জামাত এর লিডারশীপ না !! এই নিয়া অল্প দুই টা কথা বলতে গেলেই ওরা বলছে, আমরা জামাত এপোলোজিস্ট। আমরা চুপ করে গেছিলাম। নিজেকে বুঝাইছিলাম । হোক।

ভুল তো কত হয়, একটা ভালো কাজ এও কিছু ভুল হতে পারে। হোক। যে গোলাম আযাম রাজাকার দের অবিসংবাদিত নেতা- তাকে প্রথমেই না ধরা টা আমাদের চোখে পড়ছে, চোখে পড়ছে বিচার শুরু হওয়ার এক বছর পর শেয়ার বাজার কেলেঙ্কারির সর্বোচ্চ হই চই এর সময় গোলাম আযম এর গ্রেফতার হওয়াটা। আরও চোখে পড়েছে, সব দুর্নিতি, অন্যায়, লুটপাট কে শুধু যুদ্ধ অপরাধ এর বিচার থামানোর ষড়যন্ত্র বলে জায়েয করে নেয়ার প্রচেস্টা। চোখে পড়েছে চিপতে চিপতে এই বিচার এর প্রতি টি অনু পরমাণু থেকে আওয়ামি লিগ এর পলিটিকাল এডভান্টেজ নেয়ার চেষ্টা।

এই লাইনে কেউ কিছু বলতে গেলে, ওর ছূপা ছাগু বলে গালি দিছে। আমরা ভয় ও লজ্জায় নিজেদের কণ্ঠ রোধ করে ছিলাম। গান লিখছি, কবিতা লিখছি। ভাবছি হোক। কিছু ভুল হলেও এই জানওয়ার দের ফাসি হোক।

এই টা ছিলো পুরো জাতির ৪০ বছরের কলঙ্ক মুক্ত হওয়ার শুযোগ, এইটা ছিলো একটা জাতিকে চল্লিশ বছর ধরে বিভক্ত করে রাখা একটা বিচার শেষ করার মাধমে একত্রীত করার সুযোগ। কিন্তু আজ পুরো বিস্মের সামনে অমাদেরকে হাস্যস্পদ আর নেঙটা করে ছেড়ে দিলো ওরা। পাকি দেরকে বলার সুযোগ করে দিলো, "এই দেখো বাঙালি দের সাজানো বিচার, ৭১ ও কোনো অপরাধ হয়নি। অপরাধ হলে ওরা হেগে যেত । " জামাতি দের বলার সুযোগ করে দিলো, " গোলাম আযম পাকিস্তান ভাগ চায় নাই ,কিন্তু সে অপরাধী ছিলো না।

বামপন্থিরাও তো গণ্ডগোল এর বিরুদ্ধে ছিল। গোলাম আজম এর সাথে বাম পন্থি দের কোন পার্থক্য নাই। যদি থাকত তো, প্রসিকিউটার কি বিচারপতির রুমে গিয়ে বলতে পারতো - আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দেবেন। লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই। " শেয়ার বাজার, উনিপে, ডেস্টিনি দিয়ে আমাদের সঞ্চয় নষ্ট করছিস , একে একে সব ইন্সটিটিউসান গুলো ধ্বংস করছিস।

কিন্তু আমাদের স্বপ্ন কে নিয়ে এই ভাবে ছিনিমিনি খেলার অধিকার তোদের কে দিলো রে শালা। আজ তাই ওদের কে নয় নিজেকে অপরাধী মনে হছে। আমরা কেনো আরও সাহস করে প্রতিবাদ করিনি। আজ মনে হচ্ছে, ওরা নয় আমরা ভুল ছিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.