আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম লোহার খনি :-

বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান পাওয়া গেল দিনাজপুরের হাকিমপুরে। ১৫শ’ থেকে ২ হাজার ফুট গভীরতায় ম্যাগনেটিক মিনারেল, হেমাটাইট, ম্যাগনেটাইট ও লিমোনাইট পাওয়া গেছে যা এক থেকে ৩ ফুট পুরুত্বে ৪ স্তরে বিন্যস্ত। সঙ্গে খুব কম গভীরতায় রয়েছে চুনা পাথরও। বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের একটি দল পরিদর্শনে এসে খনির বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, আবিষকৃত এই লোহায় ১০ থেকে ২০ ভাগ ম্যাগনেট রয়েছে, যার গুণগতমান হেমাটাইট জাতীয় লোহার চেয়ে উন্নত।

বড়পুকুরিয়ার কয়লা, মধ্যপাড়ার কঠিন শিলা খনির পর, এবার খনিসমৃদ্ধ জেলা দিনাজপুরের হাকিমপুরে সন্ধান মিলেছে উন্নতমানের লোহা খনির। হিলি থেকে ৭ কিলোমিটার পূর্বে মশিদপুর গ্রামে কূপ খনন করে এর সন্ধান পাওয়া যায়। ভূ-তাত্ত্বিক জরিপ কর্মকর্তাদের ধারণা, কোনো এক সময়ে সমুদ্র থাকায় এখানে আগ্নেয়শিলাও ছিল। খনিজ সম্পদ উন্নয়নে ভূ-বৈজ্ঞানিক কার্যক্রমের আওতায় পরিচালিত হয় এই জরিপ কাজ। আর গেলো ২২শে মার্চ থেকে শুরু হয় খনন।

এখানে পাওয়া খনিজ পদার্থ পরীক্ষা-নিরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। আবিষকৃত এই লোহা যথাসময়ে উত্তোলনের পদক্ষেপ নিলে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.