আমাদের কথা খুঁজে নিন

   

আমি শ্রমিক তাই দিন গুনি স্বল্প মূল্যের খাতায়।

সময়ের সাথে সাথে জাতিকে কে জাগ্রত করব আমরা ক্ষিপ্ত তরুণরা। আমি আশাবাদী, আমি আশায় বুক বাঁধি আমি স্বল্প মূল্যে আমার পবিত্র ঘাম ঝারি মূল্যহীন ভাবেই আমি আমার স্বপ্ন দেখি দামহীন এই জীবন নিয়ে অগ্নিতে কাটাই। আমি আশাবাদী, আমি আশায় বুক বাঁধি বিপরীত মুখী সব, বিপদ মুখী সব আমি ব্যর্থ, আমার অর্থ লগ্ন কম, তাই তো অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক ভাবে মৃত বরণ। আমি নই আশাহীন, আমি নই ভাষাহীন তবু অগ্নি কেন সব কেড়ে নেয়? কেন ? সব আশা হলই তো শেষ, করে নিঃশেষ তাই তো এই মূল্যহীন জীবন নিয়ে অগ্নিতেই কাটাই। (আমি শ্রমিক, হ্যাঁ আমিই শ্রমিক, চলে গেলাম, শত আশার হল অবসান, দিলাম করে তোমাদের মুক্ত সম্বর্ধনার প্রতীক পথখানি, যারা কিনা আমাদের শ্রমের দাম দিতে জানে না )  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.