আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাবা আমিই ভাল জানি

My work my life. আমি বাবা আমিই ভাল জানি আমি বাবা আমিই ভাল জানি আমার সন্তানকে কি দেব আমি ! আমি মেয়েকে বিয়েতে যৌতুক দেব না দেব সম্পত্তিতে পূর্ণ অধিকার। কোন ধর্মের ধার ধারিনা আমি বাবা-মায়ের ভালবাসার কাছে পৃথিবীর কোন আইন ই আইন না। কে বলেছে ইসলাম ধর্মে নিষেধ ছেলে- মেয়েকে সম্পত্তিতে সমান ভাগ দেয়া? কে বলেছে হিন্দু ধর্মে নেই বাবার সম্পত্তিতে মেয়ের পূর্ণ অধিকার? কে বলে খ্রীস্ট ধর্ম শুধু ছেলে সন্তানকেই সম্পদ দেবে, মেয়েকে নয়? বৌদ্ধ, শিখ, জৈনর নিয়ম আমি জানি না। আমিও ধর্ম মানি তবে ধর্মের সন্তানের মেয়ে বিভাজনের এই আইন আমি মানি না। কোন ধর্মই আমার মেয়ের বেলায় আইন না।

আমি আমার মেয়েকে সম্পত্তিতে দেব পূর্ণ অধিকার । মুফতি আমিনী, জামাতে ইসলামি, খেলাফত মজলিস ওরা যে যা পারুক আমার করুক। আমি বাবা। আমিই মেয়ের পিতা। আমার কাছে বাবার ভালবাসার আইনের কাছে কোন আইন কিছু না।

আমি বাবা, আমিই ভাল জানি। আমার সন্তানকে কি দেব আমি? আমি দেব আমার মেয়েকে আমার সম্পত্তিতে পূর্ণ অধিকার। তোরা যে যা পারিস আমার কর। ০১.১১.২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.