আমাদের কথা খুঁজে নিন

   

ননসেন্স রাইম (nonsense rhyme)-৪:এ কথার মানে কি?

প্যারালাল ওয়ার্ল্ডে অন্তত এত দুঃখে নেই ভেবে কৃত্তিম প্রশান্তি নিয়েই বেচে আছি মানে দিয়ে হবে কি তাই মানে বলিনি মানে খুজে জীবনের সব শেষ তাই মানে না জেনে শাস্ত্র না বই মেনে বলেছি তোমায় দেখতে বেশ। সবকিছুর মানে খোজ মানে দিয়ে কি বোঝ মানে নেই তাই মুখ বন্ধ চোখের ভাষার মানে আমার ইয়ে সব জানে বুঝি এবার হতে হয় অন্ধ। আলোর মানে বোঝ আঁধারে আমায় খোজ বলি আমি আমারতো মানে নেই বলতে হবে এবার কি মানে এ কথার বল কিভাবে জবাব দেই। কাছে গিয়ে ধরি হাত ভাবো তুমি সারারাত এভাবে হাত ধরার মানে কি যদি দূরে সরে থাকি হাতে হাত নাই রাখি এর মানে কর ভালবাসিনি । গোলাপের কলি নিয়ে যদি থাকি দাড়িয়ে মানে হয় প্রস্তর যুগের প্রেম চায়নিজ বিল হাতে গোলাপটা থাকে সাথে মানে ভাবো এভাবেই খেলি গেম। সামনে পা বাড়ালে জানতে চাও তার মানে খোলে না যে বন্ধ হওয়া মুখ পেছনে ফেলব পা তার মানেও জানিনা একা দাড়িয়ে রই হয়ে চুপ। বলি আমি শিখিনি একথার মানে কি সব কথা হতে থাকে অন্য তোমার কাছে শিখে সব কথা রাখি লিখে আমার মানেটাই যে শূন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.