আমাদের কথা খুঁজে নিন

   

মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে --- ২

লিবিয়ায স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। মাকে রেখে এবারই আমার প্রথম কুরবানীর ঈদ। গত বছর কুরবানীর পরে মাংস নিয়ে এসে রাখা হল মায়ের রুমের ফ্লোরে । মা মাংস ভাগ করছেন আর আমি বসে বসে দেখছি। মায়ের কষ্ট হচ্ছে দেখে বললাম আমি হাত লাগাবো কিনা ? মা বললেন তোমার কষ্ট হবে দরকার নেই ।

এই কথাটা বলতেই মায়ের যে কী কষ্ট হচ্ছিল সেটা টের পেয়ে আমি নিজেই নেমে পড়লাম। সব শেষে মা মাংস ভাগ করে বললেন যাও এবার গরীবদের দিয়ে এসো। আমার এবারের উত্তর,“পারবোনা”। তাই মা কিছু না বলে নিজেই এ বাড়ি ও বাড়ি মাংস বিলি করলেন । ঈদ শেষে মাকে নিয়েই আমি ঢাকায় ফিরলাম।

এর ঠিক ৭দিন পরেই আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এবারের ঈদে আমার মায়ের এত কষ্টও হবেনা আর মায়ের আদরের অলস মেয়েটাকে মাংসে হাত লাগাতেও হবে না। মাঝে মাঝে মাকে জোরে জোরে খুব ডাকতে ইচ্ছে করে আর ইচ্ছে করে মায়ের বুকের ওম পেতে........................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।