আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে আহমদ শফীকে মাঠে নামানো হয়েছে তারিখ

আমি একজন ছাএ ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে আহমদ শফীকে মাঠে নামানো হয়েছে তারিখ: ০১-০৫-২০১৩--দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে মাঠে নামিয়েছে জামায়াত-শিবির চক্র। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাবে ‘ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও শান্তিপ্রিয় জনগণের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ওলামা-মাশায়েখ ঐক্যজোট। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মওলা নকশাবন্দী।

মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি আবদুল হালিম সিরাজী। আলোচনায় বক্তারা বলেন, হেফাজতে ইসলামের নামে জামায়াত-শিবির চক্র দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একই সঙ্গে তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চায়। এর মাধ্যমে তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চালাচ্ছে। আলোচনা থেকে দেশে সব ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে গোলাম মওলা নকশাবন্দী বলেন, ‘কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। তাই যেসব ব্লগার নিজেদের ‘নাস্তিক’ দাবি করে আল্লাহ ও মহানবী (সা.)-এর অবমাননা করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ’ তিনি বলেন, ‘ইতিমধ্যে দেশে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে। ইসলামের নামে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ করা যাচ্ছে। শুরুতে তাদের প্রতিহত করতে হবে।

’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.