আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মান্ধ ও সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ চাই ।।

------------------------- ক্যাম্পাস থেকে বাসায় ফিরছি সন্ধ্যায় । বৃষ্টি তে ভিজে একাকার । কোন রকমে টেম্পুর পিছে ঝুইলা ঊঠালাম । হঠাৎ পিছন থেকে চিল্লাচিল্লির শব্দে পিছে তাকালাম । গা চমকে উঠলো ।

আফগানিস্তানে চলে আসলাম নাকি ভুলে ! নাহ আফগানিস্তান আসি নাই । এগুলা আমাদের দেশেরি মানুষ। জ্বীহাদি (!) জনতা যারে কয় ! ২/৩ ট্রাক ভর্তি কিছু টুপিওয়ালা হুজুর(!) মিছিল করতে করতে প্রতিবাদ সমাবেশে যাচ্ছে । ইনোসেন্স ওব মুসলিম বন্ধের দাবিতে প্রতিবাদ সভা আছে গতকালেই শুনেছিলাম মাইকে দাওয়াত দিতেসে । ওদের কর্ম কান্ড দেইখা বেশ অবাক হলাম ।

দেখি কাপড়ে আরবিতে কি লিখা ওইড়া জিহাদী ইস্টাইলে মাথায় বানছে । কিছুদূর যাওয়ার পর দেখি হালকা লাঠি সোঠাও নিছে । এইটা নিয়া আবার নিজেদের মধ্যে ও লাইগা যাবার অবস্থা । একটা আরেকটারে লাঠি দেখাইতাসে ! কিছু কিছু জীহাদি হুজুরকে দেখলাম রাস্তার পাশে দাঁড়ানো মেয়েগুলাওকেও কিছু(!) ইঙ্গিত করছে ! এরাই আবার ইসলাম অবমাননা করছে বইলা প্রতিবাদ কর্তে যাচ্ছে ! এমনিতে এইভাবে ট্রাকে উঠা নিষেধ তার উপর উঠে জিহাদী মিছিল করে যাইতেসে । এর পর কোন সহিংসতা হইলে তার দায়ভার কে নিবে ? এমনিতে এই উগ্র পন্থি মোল্লা গুলার কান্ড-কীর্তি দেখে বেশ বিরক্ত হয়ে আছি গত কয়েকদিনে ।

ছবি বানাইছে আম্রেকিয়া আর এই আবাল গুলা নিজ দেশে বইসা হরতাল কইরা নিজের দেশের সম্পদ নষ্ট কর্তেসে । জীবনে কোনদিন ইউ টিউবের হোম পেইজ দেখে নাই আবার এইটা বন্ধের দাবি নিয়া মাইকে গলা ফাটাইতাসে । ইউটিউব থেকে কত টাকা আসে সেই হিসাবটা কি জানে আবাল গুলা! সরকারের উচিৎ এইসব জীহাদি ফাজিল মোল্লা গুলার পাছায় লাথি মাইরা ঠিক করা । নাইলে রামুতে কিছুদিন আগে বোদ্ধদের অত্যাচার করেছে । কিছুদিন পর পুরা দেশেই অন্য ধর্মালম্বীদের উপর অত্যাচার চালাবে ।

যারা ধর্মের দোহাই দিয়ে নিজের দেশের সম্পদ নষ্ট কর‍্তে দ্বিধা করে না তাদের উদ্দেশ্য স্পষ্ট । দেশকে নরক বানানোর চিন্তা এদের । শুধু অন্য ধর্মের লোকই না সাধারণ মানুষও এদের হাত থেকে নিরাপদ না । সরকার-প্রশাসন এইসব ব্যাপার গুলার উপর বিশেষ ভাবে নজর দেওয়া প্রয়োজন । আমরা চাই, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ .... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.