আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ায় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

অর্ধ শতাব্দি ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা জোট সরকার এবারের সাধারন নির্বাচনেও বিজয়ী হয়ে ক্ষমতা ধরে রেখেছে। তবে আগের যে কোনো বারের তুলনায় এবারই তারা সবচেয়ে খারাপ ফলাফল করেছে।
নির্বাচনে পার্লামেন্টের ২শ’ ২২টি আসনের মধ্যে নাজিবের ন্যাশনাল ফ্রন্ট ১শ’ ৩৩টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, কিন্তু ২০০৮ সালের নির্বাচনে পাওয়া ১শ’ ৪০ আসন থেকে এবার ৭টি আসন হাতছাড়া হয়েছে।
অপরদিকে বিরোধীদলের আসন সংখ্যা বেড়েছে। গতবারের ৮২টির জায়গায় এবার তারা ৮৯টি আসন পেয়েছে।


ভোটে যে মেরুকরণ হয়েছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন নাজিব। তিনি বলেন, “নির্বাচনের ফলে মেরুকরণের যে ধারা দেখা গেছে তাতে সরকার উদ্বিগ্ন। এ বিষয়টি জাতির সামনে তুলে ধরা না হলে দেশ বিভক্ত হয়ে যাবে নয়ত উত্তেজনা দেখা দেবে। ”
ওদিকে, ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে ভোট জালিয়াতির তদন্ত দাবি করেছেন বিরোধী ব্লকের নেতা অানোয়ার ইব্রাহিম। বুধবার তিনি সমর্থকদেরকে বিক্ষোভে নামারও ডাক দেন।


এরই মধ্যে সোমবার বিকালে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নিয়েছেন নাজিব। ভোটের ফল নিশ্চিত হওয়ার পর নাজিব দেশের জনগণকে তার জোটের জয় মেনে নেয়ার আহ্বান জানান। তবে সামনে আরো অনেক কাজ পড়ে আছে বলেও স্বীকার করেন তিনি।
আর এর মধ্যে জাতীয় সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন জানিয়ে নাজিব বলেন, “পার্টি হিসাবে আমাদের অনেক কিছুই করার আছে- এটি আমরা উপলব্ধি করতে পেরেছি বলেই আমি মনে করি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.