যদি কিছু ইচ্ছে করে ...
কুয়ালামপুরে এ স্থায়ীভাবে থাকবার কথা চিন্তা করছি তাই মালয়েশিয়ায় জীবনযাপনের নানাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাইছি।
নিজে একবার যেয়ে তিনদিন ঘুরে এসেছি, টুরিস্ট হিসাবে তিনদিন খুব ভাল লেগেছে, তবে তিনদিনে একটি দেশে থাকতে কেমন লাগবে তা জানতে পারা বেশ কষ্ট। ওখানে থাকছেন এমনকারও মতামত পেলে অত্যন্ত উপকৃত হব। সিন্গাপুরে থাকছেন এমন কেউ কিছু জানাতে পারলেও খুশি হব।
যেমন ধরাযাক নানা আর্থিক তথ্য : কুয়ালামপুরে থাকতে গেলে দুইজনের পরিবারে কি ধরনের খরচ হতে পারে, ওখানে কি জামাকাপড়ের দাম বেশি অথবা ট্যাক্সের পরিমান বেশী, ক্যাব এ যাতায়াতের কেমন খরচ, বিদ্যুত খরচ কেমন, চাইলে আঠার ঘন্টা এয়ারকুলার চালানো যাবে কিনা ইত্যাদি।
এছাড়া অন্যান্য তথ্য যেমন লোকজন কেমন, বন্ধুভাবাপন্ন কিনা, অপরাধ কি ধরনের হয়ে থাকে, সামাজিক পরিবেশ কেমন। বাংলাদেশী হলে কি হয়রানি হতে হয় (ছাত্র ও শ্রমিকদের ব্যাপরটি ছাড়া) ইত্যাদি
আই,টির অবস্থা কেমন এটা জানতে পারাটা হবে বোনাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।