মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৭১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে সেদেশের গণমাধ্যম। তবে আটক অভিবাসীদের মধ্যে ঠিক কতোজন বাংলাদেশি, তা নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সকালে শুরু হওয়া এই অভিযানে ৬০ পুরুষ ও ১১ জন নারীকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপাল থেকে যাওয়া অবৈধ অভিবাসী। ওয়ার্ক পারমিট বা যথাযথ কাগজপত্র না থাকায় এবং মেয়াদপূর্তির পরও দেশটিতে অবস্থান করায় বুকিত রাজা, ক্লাং ও দেংকিল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মালয়েশিয়ার দ্য স্টার ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন দপ্তর, পুলিশ, সিভিল ডিফেন্স, জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রায় এক লাখ ৩৫ হাজার সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈধ কাগজপত্র ছাড়া কোনো শ্রমিককে তারা দেশে থাকতে দেবে না। এর অংশ হিসাবেই এই অভিযান শুরু হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।