আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ায় আরো সাফল্য চান সিদ্দিকুর

মালয়েশিয়ায় ইউরেশিয়া কাপের প্রথম আসরে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় এশিয়া ও ইউরোপ। প্রথম রাউন্ডে পিছিয়ে থাকা এশিয়া দলকে ১০-১০ এ সমতায় আনতে মূল্যবান দুটি পয়েন্ট জেতেন সিদ্দিকুর।
এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে গত দুই মৌসুমে সিদ্দিকুর কখনোই শীর্ষ পাঁচের বাইরে যাননি। ২০১১ সালে তিনি মেব্যাংক মালয়েশিয়া ওপেন শেষ করেছিলেন আট নম্বরে থেকে। এবার এখানে সাফল্য চান সিদ্দিকুর।


এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে সিদ্দিকুর বলেন, “ইউরেশিয়া কাপে আমি ভালো খেলেছি। ওই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছি এবং আমার বিশ্বাস, এটা আমার ক্যারিয়ারে অনেক সাহায্য করবে। ”
মেব্যাংক মালয়েশিয়া ওপেনের গলফ কোর্সও সিদ্দিকুরকে ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।
“এই কোর্সটি অনেক চ্যালেঞ্জিং, তবে আমি কুয়ালা লামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বরাবরই ভালো খেলি। “
কুয়ালা লামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টটি চলবে ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.