দেশটাকে যারা অসম্ভব রকম ভালবাসে, তাদের কথা গুলো শুনতে ও পড়তে চাই আপনি কি জাতীয় সংসদের একজন সন্মানিত এম পি? আপনি কি মন্ত্রি হতে চান? আপনি কি এ পি এস এর টাকার ভাগ পেতে চান? আপনাকেই খুজছে জাতি!
আপনার সামনে রয়েছে অমিত সম্ভাবনার দুয়ার। সুর পাল্টে ফেলুন মন্ত্রি হয়ে যান!
আমাদের জাতীয় সংসদে কোন সরকার দলীয় সাংসদ যদি মন্ত্রি হতে চাই একটা এমন কোন বড় সমস্যা না। শুধু তাকে একটা কাজ করতে হবে। সরকারের এম পি হয়েও সরকারের কড়া সমালোচনা করতে হবে। ব্যাস আর কিচ্ছু না, মিডিয়াতে ভাল কাভারেজ।
জনগণের ভাষা বুঝতে পেরেছেন বলে আপনাকে পুরুস্কার হিসাবে মন্ত্রি করা হবে।
-- আমারা তরুন প্রজন্ম দেখতে চাই, সরকারের এম পি বা বিরোধী দলের সাংসদ যে ই হওন না কেন। আপনারা আমাদের জনগণের আশা আকাক্ষার কথা গুল সুনবেন, সমসসার কথা গুল সুনবেন। এবং তার যুক্তিসঙ্গত সমাধান আমাদের দিবেন। সরকারের যদি কোন মন্ত্রি এম পি দুর্নীতি করে তাহলে তার সমালোচনা করবেন এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক বাবস্তা নিবেন।
মাঝে মাঝে মনে হয় আমরা কলুর বলদ আপনারা আমাদের খুব সুন্দর স্বপ্ন দেখান, মুলা ঝুলান আমরা মুলা খওয়ার লোভে আপনাদের সমর্থন দেই।
একটা বিষয় খেয়াল করে অবাক হলাম যেই সরকারের সমালচনা করছে তাকেই মন্ত্রি করা হচ্ছে। তারপর? প্রতিবাদ বন্ধ কথা বন্ধ তখন আর জনগণের আশা আকাক্ষার কথা তাদের মুখে শোনা যায় না। সরকারের সমালচনা করে না। অন্যায় এর প্রতিবাদ বন্ধ।
আমাদের কথার প্রতিফলন আমরা কারও মুখে শুনিনা। তাহলে, আমাদের কথা গুলো কারা বলবে? আমরা রাস্তায় চিৎকার করলে হই ফটকাবাজ। আন্দোলন করলে হই বিকৃত মানসিকতার মানুষ। অতঃপর, সরকারের ত জানা আছে কি ভাবে শায়েস্তা করতে হয়।
ব্রেকিং নিউজঃ **রেলমন্ত্রি থাকছেন না ওবায়দুল কাদের।
আমাদের জেগে উঠা আশা ভরসার প্রতিক। একটা কি চড় মারার প্রতিদান নাকি বুঝতে পারতেছিনা। ** "I am going to get relieved of my additional responsibility as minister for Railways, any moment from now on.I apologize to the people for my wrong decision or indecent behaviour,if any.I am really grateful and thankful to those who are appreciative of my performance." - Obaidul Quader
**মন্ত্রিত প্রত্যাখ্যান করেছেন তফায়েল আহমেদ। **
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।