আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রি দুজনের কি ব্যর্থতা স্বীকারের পর পদত্যাগ করা উচিৎ নয়?



ইফতারের সময় Ntv-র সংবাদ দেখছিলাম। মধ্য সংবাদে একটা খবর দেখে প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল। দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি নিয়ে আমাদের অর্থ ও বাণিজ্য মন্ত্রিদ্বয় তাদের বর্তমান অবস্থান বলেছেন। এক এক করে বলি: অর্থ মন্ত্রি বলেছেন কয়েকজন ব্যক্তির গড়ে তোলা সিনডিকেট কি করে ভাঙ্গা যায় তা উনি বুঝে উঠতে পারছেন না। মন্ত্রি সাহেব কে বলছি, ক্ষমতায় থেকে তথ্য জানার পরও যদি কিছু করতে না পারেন তাহলে তাকে বুঝতে পারা নয় ব্যর্থতা বলে।

আর আপনাকে নিশ্চয় বোঝার জন্য মন্ত্রি বানান হয়নি? যে ব্যক্তি কি করবে বুঝতে পারেনা তার নিশ্চয় অর্থ মন্ত্রির মত গুরুত্বপূর্ণ পদে থাকা উচিৎ নয়। সুতরাং অনেক তো বোঝার চেষ্ঠা করলেন এবার পদত্যাগ করুন। দেশে । আর অনেক মাল আছে তাদের কিছু করার সুযোগ দিন। দয়া করে পদত্যাগ করুন।

বণিজ্য মন্ত্রি দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে না পেরে ব্যবসায়ীদের ঝিক্কার জানিয়েছেন। মন্ত্রিসাহেব কোন মন্ত্রির কাজ তার ব্যর্থতার ফলাফল হিসাবে কাউকে ঝিক্কার জানানো নয়। ঝিক্কার জানানোর জন্য মন্ত্রি হবার প্রয়োজন পরেনা। আপনি সম্পূর্ণ ব্যর্থ, বাচাল এবং যথেষ্ট আবোল তাবোল বকেন। আপনি পদত্যাগ করুন এবং তারপর প্রতিটি বাজারে গিয়ে প্রতিটি ব্যবসায়ী কে ধিক্কার দিয়ে বেড়ান।

সবাই তাতে খুশি হবে এবং কেউ আমার মত কিছু বলবেনা। দয়া করে পদত্যাগ করুন। মন্ত্রি সাহেবদ্বয়, জনগনের সেবার কথা বলে মুখে ফেনা তুলে ফেলেন। জনগণই সব, এই জনগনের সেবার জন্যেই আপনারা ক্ষমতায় বেসেছেন। নিজেদির জন্য আপনারা কিছুআ করেন না(??????)।

আপনারা এই জনগণকে যথেষ্ট হাসি, রাগ, ক্ষোব-এর উপকরণ উপহার দিয়েছেন নিজেদের ব্যর্থতা (?) ও নিজ স্বার্থ সিদ্ধির মাধ্যমে। অনেক তো হল, এবার এই জনগণই বলছে পদত্যাগ করতে, আরো ব্যর্থতার জন্ম না দিয়ে পদত্যাগ করুন। অন্তত এই একটি বার জনগণের জনা কিছু করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.