আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে শিক্ষা মন্ত্রি আপনি এখনো আছেন?

রাজশাহির রাবিতে এই দেশের ভবিশ্যত এম পি মন্ত্রিদের পিস্তল রামদা ইত্যাদি ছালানোর প্রতিযোগিতা এই দেশের অন্দলোক ছাড়া প্রায় সবাই আমরা ডিজিটালের কল্যানে লাইভ দেখেছি। সেটি একটি শিক্ষাপ্রতিষ্টান তার একজন মন্ত্রিও আছেন তিনি হলেন তথাকথিত সৎ নুরুল ইসলাম নাহিদ। তিনি তার অফিসে বসে লাইভ দেখে সবার সামনে ভিসিকে ফোন করে বললেন, এইসব গুন্ডা বদমাইশদের আমাদের দরকার নেই, তাদের বহিস্কার করেন,কি ব্যাবস্থা নিলেন আমাকে জানাজ। আজ পর্যন্ত কি ভিসি উনার কথা শুনেছেন, উল্টো পিস্তল ছালক হয়ে গেলেন মামলার বাদি। ভিসিও উনার কথা শুনবেননা উনিও ভিসির লো.... টাও ছিড়তে পারবেননা, কারন উনি বুয়েটের ভিসিরও কিছু করতে পারেননি, সিলেটের এম সি কলেজেরও কিছু করতে পারেননি উনি আদতে কিছু করতে পারেন না সুধু না বুঝে কাঁধতে পারেন। উনি জাতিকে কান্না উপহার দেয়ার জন্য ঐরকম একটা চেয়ার গরম না করে উনি যদি সত্যিই সৎ হয় তা হলে উনার পদত্যাগ করে ছলে যাওয়া উছিত। এক জন মন্ত্রির কথা তার নিছের লোকজন না শুনলেও সে মন্ত্রি যখন পদত্যাগ না করে তখন বুঝতে হবে সে মন্ত্রি অসত বা তার মন্ত্রনালয় চালানোর কোন যোগ্যতাই নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.