কোন কথা নয়, আসুন কিছু বিখ্যাত মানুষের ছবি দেখিঃ মিউজিয়ামে ঢুকতেই দেখি গান্ধীজি দাঁড়িয়ে আছেন। এর পর পেলাম গনতন্ত্রের মানসকন্যাকে (হাসিনা বুবু না কিন্তু ) এরপরেই ধাক্কা খেলাম। স্বয়ং ব্রিটেনের রানী দাঁড়িয়ে আছেন! আমার জন্য আরো চমক অপেক্ষা করছিল! রানীর পাশেই দাঁড়িয়ে আছে পিন্সেস ডায়না !! আমি হৈ হৈ করে ছুটে গেলাম। পরের কামরায় ঢুকেই দেখি রোনালদো সাহেব.. টাইগার সাহেব গভীর মনযোগে শিকার দেখছেন.. পরের কামরায় ঢুকেই দেখি বস নাচছেন ..আমিও তাল মেলালাম এই কামরায় দেখি সঙ্গীতঙ্গের মেলা বসেছেঃ ব্রিটনি স্পিয়ার্স ম্যাডোনা লেডি গাগা পরের রুমে ঢুকতে গিয়ে আবারো চমক! ভুল করে বারাক ওবামার অফিসে চলে এসেছি!! এরপর একে একে দেখা পেলাম হলিউডের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদেরঃ যথারীতি আমুদে ভঙিতে আমন্ত্রন জানাচ্ছে "দি মাস্ক" এর জিম ক্যারি ব্র্যাড পিট কে দেখেই আমার বউ আমারে ফালায়ে দৌড়ে গিয়ে তার হাত ধরে পোজ দিয়ে ফেলল জুলিয়া রবার্টস একটু দূরেই জোলি দাঁড়িয়ে আছে। এইবার আমার পালা..জোলির কোমর ধরে ছবি তুললাম। বউয়ের রাগ দেখে কে!! "জ্যাক" কে পেয়েই আমার বউ "রোজ" হয়ে গেল... পরের কামরার প্রথমেই "লম্বুজি"র দেখা পেলাম শাহরুখকে দেখে বউ হায় হায় করে ছুটে গেল আমার রাগ আবার বউয়ের রাগে পরিনত হল যখন ইনার হাত ধরে ছবি তুললাম হৃতিক কোনকালেই এমন ছিলনা--আমার বউ ঘোষণা দিল। ততক্ষনে আমি "সাইফ আলি"র ভূমিকায় অবতীর্ণ হয়েছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।