আমাদের কথা খুঁজে নিন

   

মাদাম তূসর যাদুঘরে যদি মুমের মমি করে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে মাদাম তূসর যাদুঘরে যদি মুমের মমি করে যদি ইতিহাস গড়ে রাখা যেত তোমাকে তবে দেখত বিশ্ববাসী আহা কী অপুরুপ হাসি সেই হাসিটার বেশটাই জুড়ে জহর লুকিয়ে থাকে যারা জানত যারা চিনত যারা কিংবা চিনে নিত তারা তোমার মমিতে মনে মনে একদলা থাঁ থুঁ ছুড়ে দিত আমি পারিনা কেন ওদের মত করতে তোমায় ঘৃনা আমি আজ ও ভালোবাসী পাগলের মত তোমায় মাহমুদা। আমি আজ ও ভালোবাসী সপ্নের মত তোমায় মাহমুদা। কে করলো ক্ষতবিক্ষত কে করলো ছিন্ন ভিন্ন এই মন কে বা ছিলো এই ঘটনার মুলে তিব্র নিন্দা করে যখন কেউ তোমার দিকে আঁঙ্গুল তুলে আমি ভিষন্ন অবসাদে নিরব প্রতিবাদে সরে আসি নিশব্দে পিছু ফিরে দেখিনা। আমি পারিনা কেন ওদের মত করতে তোমায় ঘৃনা আমি আজ ও ভালোবাসী পাগলের মত তোমায় মাহমুদা। আমি আজ ও ভালোবাসী সপ্নের মত তোমায় মাহমুদা। কি কষ্টে আছি জানলে না যে কষ্টের কথা বলতেই ভেজে চোখ চাইনা আমি বলতে কারো কাছে অশ্রু সিক্ত চোখে বলি হায় বুকে শুধু ব্যথাই আছে তবু অজস্র ভালোবাসা মনে যত আশা শুধু তোমাকে তোমাকে ঘিরে আর কিছু ভাবিনা। আমি পারিনা কেন ওদের মত করতে তোমায় ঘৃনা আমি আজ ও ভালোবাসী পাগলের মত তোমায় মাহমুদা। আমি আজ ও ভালোবাসী সপ্নের মত তোমায় মাহমুদা। ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।