সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
ছবিগুলো অনেকদিন ধরেই আমার কাছে ছিল,ব্লগে পোষ্ট করব করে আর দেয়া হয়নি। তাই আজ দিয়ে দিলাম। ছবিগুলো আমার এক ভাইয়া লন্ডনে বেড়ানোর সময় তুলে এনেছিল। বিভিন্ন ছবির মাঝে তিনিও আছেন। মাদাম তুসো জাদুঘরে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি।
যা এক অসাধারণ শিল্পের পরিচয় বহন করে চলছে সমগ্র বিশ্ববাসীর কাছে।
অ্যাশের... মূর্তি...
অমিতাভবচ্চনের এর প্রতিকৃতি
শাহরুখ খানের সাথে ভাইয়া !!
ডেভিড বেকহাম এবং ভিক্টোরিয়া বেকহাম
................
..............
জনি ডেপ (পাইরেটস অব ক্যারিবিয়ান)
সিলভার স্টার স্ট্যালোন
নিকোলাস কেজ।
ক্রিকেটার লারা
প্রিন্সেস ডায়না
প্রিন্স চার্লস এবং উইলিয়ামস।
প্রথম নভোচারীগণ
..............
...................
নেলসন ম্যান্ডেলা
আরাফত সাহেব !!!
সাদ্দাম হোসেন
ইন্দিরা গান্ধী এবং বেনজির ভুট্টো
হিটলার !!!
সিনড্রেলা
উপরের সবার নাম আমি জানি না। .. অনেককে বহুবার দেখেছি.. কিন্তু নাম মনে নাই!!!
আশা করি আপনাদের ভাল লাগবে।
আর যদি কেউ লন্ডনে বেড়াতে যান তবে এই জাদুঘরটা মিস করবেন না। আর হ্যা অনলাইনে এই জাদুঘরের টিকেট কেনা যায়।
মাদাম তুসো জাদুঘরের অফিসিয়াল সাইট
http://www.madametussauds.com/london/
ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।