আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবি’র ভ্রমণ ব্লগঃ মাদাম তুসোর(Madame Tussauds) জাদুঘর-ভিয়েনা

You can't buy love on eBay. মাদাম তুসোর মোমের প্রতিমুর্তির জাদুঘর সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে নিশ্চয়ই। বিখ্যাত সেলিব্রেটিদের অবিকল মোমের প্রতিমূর্তি বানিয়ে রাখা হয় এই জাদুঘরে। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শহরগুলোতে আছে এই জাদুঘর। আমেরিকাতে আছে- হলিউড, লাসভেগাস, নিউইয়র্ক আর ওয়াশিংটনে। ইউরোপে আছে আমস্ট্রারডাম, বার্লিন, ব্লাকপোল, লন্ডন আর ভিয়েনাতে।

এশিয়ায় আছে ব্যাংকক, হংকং, টোকিও আর সাংহাই শহরে। অস্ট্রেলিয়াতে পাবেন সিডনিতে। ভিয়েনাতে অবস্থিত মাদার তুসো জাদুঘরে ঘুরে আসলাম সেদিন। এ নিয়ে বিস্তারিত বর্ণনার আগে আসুন এই মোমের প্রতিমূর্তি নিয়ে কিছুটা জেনে নেই। ১।

প্রায় ১৫০ বছর আগে এই মোমের মূর্তির যাত্রা শুরু ২। একটা প্রতিমূর্তি তৈরিতে সময় লাগে ৩-৬ মাস ৩। ৫০০ বেশি সঠিক শারিরিক মাপ আর প্রায় ২০০ ফটোগ্রাফ লাগে একটি প্রতিমূর্তি তৈরিতে ৪। একটি মোমের প্রতিমূর্তি বানাতে গড়ে প্রায় ৮০০ ঘন্টা লাগে ৫। প্রায় ২ লাখ ইউরো খরচ হয় একটি প্রতি মূর্তি বানাতে।

ভিয়েনা শহরের বিনোদন পার্ক (Prater)-এ এই জাদুঘরটি অবস্থিত। এর মোট ফ্লোর স্পেস ২০০০ বর্গমিটার। এই মিউজিয়ামে আছে ৬৫ টি মোমের প্রতিমূর্তি। গ্যালারি গুলো বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো। উল্লেখ যোগ্য হলো, ইতিহাস, রাজনীতি এবং দার্শনিক, কালচার, খেলা-ধুলা, সঙ্গীত, সিনেমা ইত্যাদি।

যার মধ্যে রাজকীয় শাসন আমলের অস্ট্রিয়ান সম্রাট সম্রাজ্ঞী থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইন, অস্ট্রিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক গুরু মোজার্ট, বিখ্যাত চিত্রকর Gustav Klimt সহ হলিউড স্টার জনি ডিপ, নিকোল কিডম্যান, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল জ্যাকসন, মেরিলিন মনরো, হালের সেনসেশন লেডি গাগা সহ অনেকের প্রতিমূর্তি। রাজনৈতিক ব্যাক্তিত্ত্বদের মধ্যে উল্লেখযোগ্য হলো মহাত্মা গান্ধী, দালাই লামা, রানী এলিজাবেদ এবং নেলসন মেন্ডেলা। চমৎকার ডেকোরেশনে সাজানো জাদুঘরটি আমার ভালো লেগেছে। আপনাদের কেউ কখনও এটি ভিজিট করতে চাইলে কিছু তথ্য জানা থাকা প্রয়োজন। ১।

ভিয়েনা প্রাটের সারা বছর খোলা থাকে এবং কোন প্রবেশ ফ্রি নেই। আর এই প্রাটের কমপ্লেক্সেই অবস্থিত মাদাম তুসো জাদুঘর। ২। এই জাদুঘর সারা বছর খোলা থাকে শুধু ২৫ ডিসেম্বর বন্ধ থাকে। ৩।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত এটি খোলা থাকে তবে সর্বশেষ ডুকার সময় বিকাল ৫ টা। ৪। প্রবেশ ফী একটু বেশি, বড়দের জন্য ১৮,৫০ €, শিশু(৪-১৪ বছর) ১৪,৫০€, ছাত্র ও ৬৫ বছরের বেশি বয়সের লোকদের জন্য ১৭,৫০€। এছাড়াও গ্রুপ ও ফ্যামিলি(২ অ্যাডাল্ট+২ শিশু বা ১ অ্যাডাল্ট+ ৩ শিশু) রিডাকশন টিকেট পাওয়া যায়। ছাত্র নামধারী কার্ড থাকায় আমারা ১,০€ কনসেশন পেয়েছিলাম।

যদিও ২৭ বছরের বেশি বয়স হলে সাধারনত ছাত্র হিসাবে ধরে না কিন্তু কেন যেন সেদিন কাউন্টারের সুন্দরী মেয়েটা (বউয়ের চোখে পড়লে খবর আছে) কার্ডে জন্ম তারিখ দেখেনি! বউরা মনে হয়ে হয় এরকমেই অন্য কাউকে সুন্দরী বলা পছন্দ করে না!! বিবাহিতরা মনে হয় একমত হবেন! তবে আমার উনি কিন্তু আমার মনের মতো! এত বেশি ঝামেলা করে না! অনেক কথা হলো চলুন কিছু মোমের প্রতিমূর্তির ছবি দেখে নেই। প্রসঙ্গক্রমে মন খারাপের কিছু কথা বলে রাখি, আমার সাধের ক্যামেরাটা মাদার তুসো জাদুঘরে এসে কিছুক্ষণ চলার পর কোন কারন ছাড়াই হ্যাং হয়ে যায়। তাই মনের মতো ছবি তুলতে পারিনি! এরপর কিছু ছবি অবশ্য মোবাইলে তুলেছি কিন্তু পোস্টে দেয়ার মতো মনে হলো না!তবে আমার উনার মনে খুব কষ্ট ডি-ক্যাপ্রিও’র সাথে উনি একটি ভালো ছবি তুলতে পারেনি! লেডি গাগার সাথে নিজেরও কি............বুঝে নেন! Francis Joseph I (Emperor of Austria) Maria Theresa, Habsburg Austria Empress Elisabeth of Austria, known as "Sisi" Karl Marx Albert Einstein Empress Elisabeth of Austria, known as "Sisi" Pope Benedict XVI Queen Elizabeth II [ Nelson Mandela Mahatma Gandhi Dalai Lama Barack Obama Ludwig van Beethoven Wolfgang Amadeus Mozart Gustav Klimt Arnold Schwarzenegger সবশেষে ভিডিওটিতে ভিডিওটি দেখতে পারেন, দেখুন কিভাবে তৈরি হচ্ছে মাদাম তুসো জাদুঘরের জন্য হালের সেনসেশন লেডি গাগার মোমেম প্রতিমূর্তি!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।