যারা জানেন না UNZIP কিভাবে করতে হয় তাদেরকে বলছি। ফাইলটি ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই ZIP ফোল্ডারটি ওপেন হবে। এরপর Win7GifViewer.exe ফাইলটিকে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে Drag করে যেখানে ছেড়ে দিবেন সেখানেই UNZIP হয়ে যাবে।
এবার দেখবো কিভাবে সফটওয়্যারটিকে এনাবল করতে হবেঃ
আপনার কম্পুতে থাকা যেকোন একটি Animated Image ".gif" extensions যুক্ত ফাইলের উপর মাউস রেখে Right বাটন ক্লিক করুন।
একটি মেনু আসবে... এরপর Open With থেকে Choose Default Program.. এ ক্লিক করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে এখানে নিচে দেয়া ছবির মত Browse বাটনে ক্লিক করুন।
এরপর Win7GifViewer.exe ফাইলটি যেখানে UNZIP করে রেখেছিলেন সেখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিন।
এবার সিউর হয়ে নিন "Always use the selected program to open this kind of file" এই অপশনটিতে টিক দেয়া আছে কিনা।
ব্যাস এবার অকে বাটনে ক্লিক করে দিয়ে বের হয়ে চলে আসুন। এবার যেকোন এনিমেটেড ইমেজ ওপেন করে দেখুন আনিম্যাশন দেখা যাচ্ছে।
যারা কম্পুতে Animated gif image খুজে পাচ্ছেন না তারা নিচের গিফ ফাইলটি ডাউনলোড করে করতে এবং টেস্ট করতে পারেন।
এখানে ক্লিক করে ডাউনলোড করুন Animated image
সবাই ভালো থাকবেন ধন্যবাদ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।