আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে কেউ এতটুকুও ছুঁয়ে দেখেনি

Only I know what is my goal, My heart is my temple.

আমাকে কেউ এতটুকুও ছুঁয়ে দেখেনি কাজী সায়েমুজ্জামান (উৎসর্গঃ সুহৃদ রিনিতা রাজিব) আজ এই বয়সের স্তুপে দাড়িয়ে নিচে জন্ম অবধি ফিরে যতদূর দেখা যায় নিজের সঙ্গে নিজে অবিরাম বলা কথা যতটুকু স্মৃতির ঝাপিতে আসে আমি তার সঙ্গে শেষ পর্যন্ত এই পরিচিত বন্ধু-স্বজনদের জানা-শোনাকে মিলিয়েছি; আসলে এই আমার আমির সঙ্গে কোন কিছুর মিল নেই। আমার একার এতে কোন দোষ নেই; সত্যি বলতে গেলে কিছুক্ষণ আগে গাছের ডালে জন্ম নেয়া কচি পাতার রং ভোরের সূর্যের আলোমাখা বাতাসে তার নিষ্পাপ চাহনি, এক ফোটা ক্ষুদ্র শিশির, দিনমান একটানা বৃষ্টি, জোৎস্না; আমাকে আমি হতে না দেয়ায় এদেরও অনেক দোষ আছে। এরা আমাকে কতটা কাপুরুষ করে দিয়েছে তার হিসেব বুকে পুরানো ব্যথার সঙ্গে যোগ বিয়োগ করে কষে দেখি- শ্রেণী বিপ্লব, সমাজ বদল- আমাকে দিয়ে কিচ্ছু হবেনা। আমি বিকালের রোদ, ঝরে পাড়া শিশির ছুঁই প্রতিদিন অথচ এখনও আমাকে কেউ এতটুকুও ছুঁয়ে দেখেনি। ২২ নভেম্বর, ২০১৩ রাত ১২.০১ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.