যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. আজ তোমার ঘরের খুটি যে নড়বড়ে, পড়ছে যে ঘর তোমার দারুন ঝড়ে। এ ঝড় তোমার নিজের হাতে তোলা, তোমার ঘরের সকল খুটি ঘুনে খাওয়া; নয়তো রঙ্গিন শোলা। ** সাতটি নতুন শোলার খুটি দিয়ে ঝড়ের মুখে পড়া ঘরটিকে সত্যিই কি টেকানো যাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।