আমাদের কথা খুঁজে নিন

   

ঘুনে ধরা মুক্তিযুদ্ধ

প ইয়াজিদের হাতে নবীজির নাতী শহীদ হওয়ার পড়ে ইসলামের মধ্যে সেই যে কিছু ঘুন ঢুকেছিল তা আজও বিদ্যমান আছে । মতভেদের জন্ম এইখান থেকেই আর ইয়াজিদ ও কিন্তু মুসলিমই ছিল। বাংলাদেশ ও তেমনি ১৯৭৫ এ মুজিব হত্যার মাধ্যমে আর একজন ইয়াজিদ নাম মুস্তাক। নব্য ইয়াজিদ ও ছিল আওয়ামিলীগেরই। আবার সেই ঘুন সেই যে ঢুকলো আর গেলো না ।

দেশটাকে কুটকুট করে খেয়েই চলেছে। কুট কুট এদেশের কোনো ভালো নেতাকেই এই ঘুনেরা বাচতে দিবে না। মুজিব কে খেয়েছে, তারপর একে একে জিয়া, তাজউদ্দিন, নজরুল সবাইকে খেলো। এদেশের খুটিগুলো সব কুট কুট করে খেয়ে ফেলবে। কুট কুট এখন ঘুন পোকাদেরই রাজত্ব চলছে।

ঘুনে খাওয়া দেশটার উপর দাড়িয়ে সাধারন মানুষগুলি সব ভয়ে কাপছে , এই বুঝি ভেংগে পড়ল, আর ঘুন পোকাড়া বলছে সব কিছু ঠিকঠাক মতই চলছে। কুট কুট আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এত বেশি ঘুন পোকা দ্বারা আবৃত যে ঘুন পোকার ঝি ঝি শব্দে তার কানে অন্য কিছু পৌছে না। তিনি সারাদিন চোখ বন্ধ করে ঘুন পোকাড় গান শুনেন তাই কিছু চোখে ও দেখেন না । যাও একটু দেখেন তাও আবার ভার‌তীয় দাদাদের চ্যানেল যাতে এদেশের খবর কিছুই থাকে না। ঘুন পোকাড়া যেদিন তাকে খেয়ে ফেলবে তখন আর সময় থাকবে না ।

কুট কু কু কুট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।