আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......
বর্তমান সময়ে বহুল আলোচিত একটা বিষয় হচ্ছে ইভ টিজিং। প্রতিদিন এ বিষয়ে অনেকেই পোস্ট দিচ্ছে । ইভ টিজিং এর সংঙ্গা সহ বিশ্লেষণ হচ্ছে। অনেকে ইভ টিজিং এর সাথে আদম টিজিং এর সম্পর্ক খুজঁছে। আমি আতংকে আছি মানব টিজিং নিয়ে।
আজ জেএসসি পরিক্ষা শুরুর আগে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিলাম । ৫ টি মোটর সাইকেলে ১০ জন সাদা পোশাকের লোক রাস্তায় ছেলেদেরকে সমানে মার-ধর করে সামনে এগিয়ে যাচ্ছে । কেউ কিছু বললে ,তারা থানা পুলিশরে কথা বলে। তারা নাকি গোয়েন্দা পুলিশ।
আমি শেখ হাসিনার কাছে জানতে চাই ,আপনি কী রক্ষী বাহিনী নামিয়েছেন ? দয়া করে নিজে ঠিক হয়ে যান সারা দেশ ঠিক হয়ে যাবে।
আপনি পৃথিবীর একমাত্র সরকার প্রধান যার বক্তব্যে ইভ টিজিং এর আভাস থাকায় স্পিকার এক্সপান্স করতে বাধ্য হয়েছিলেন । তারপরও আপনি বিরত হননি প্রতিটি সভা সমাবেশে আপনার জিহ্বা লকলক করে কু কথা বলার জন্য।
আপনি শেখ মুজিবের সন্তান কীনা প্রশ্ন জাগে মনে। শেখ সাহেব দীর্ঘ রাজনৈতিক জীবনে কত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন ,কিন্তু কোনদিন তিনি কোন খারাপ কথা বলেন নি। এটাই তো জানতাম আমরা শেখ বংশের বৈশিষ্ট বলে ।
৭৫ সালে তিনি এক সমাবেশে এই ঘুনে ধরা সমাজ ব্যবস্হাকে বদলে দিতে চেয়েছিলেন। আর আপনি এখন ঘুনের রাজ্য প্রধান। বা সেলুকাস !
মানুষের সমালোচনার করার যথেষ্ট রুচিশীল শব্দ এই বাংলা ভাষায় আছে ,যা নায়ে আমরা গর্ব করি। তাছাড়া আপনার পদ কাজ করে যাওয়ার , সমালোচনা শুনার এবং সামালোচানার মার্জিত জবাব দেয়ার । কোন মতেই অন্যকে নিয়ে সমালোচনার সংবাধানিক পদ এটি নয়।
মুখের জিহ্বাকে নিয়ন্ত্রণ করেত না পারলে পদ ছেড়ে দিয়ে রাজপথের পদবি ধরেন। তার পরও অনুরোধ থাকবে ব্যাক্তিকে নয় ,কাজকে নিয়ে সমালোচনা করেন।
দিন বদলের কথা বলে ক্ষমতা গিয়েছেন। এই টুকু বদল নিজেকে না করতে পারলে দেশ কীভাবে বদলাবেন ?
সারাদেশের জেলা পর্যায়ের তথ্য এ প্রচার সম্পাদকদের মিটিংএ আপনি ইভ টিজিং এর ভাল একটা সবক দিয়েছেন। আপনার কুদক্ষ কর্মীদের মাধ্যমে সরাদেশেই তা প্রচার হচ্ছে ,আমারা পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি।
কী বলেছিলেন তিনি সেদিন,সার অংশটি এরকম -"এরশাদ সাহেবের সাথে দহরম মহরম করে তিনি বাড়ি নিয়েছিলেন। "
এই দহরম মহরম টা কী ?
উনি কি উনার বর্তমান অভিজ্ঞতা থেকে বলছেন ?
উত্তর ; না হলেই খুশি হব।
শিরোনামে ফিরে যাই । শেখ সাহেব ঘুনে ধরা সমাজ ব্যবস্হাকে বদলাতে চেয়েছিলেন। আমরা আশা করি (অনেক না দেখা সপ্নের মতো ) বাবার এ কাজটি তিনি করবেন যথার্থ বুদ্ধিমত্তার সাথে।
এ জন্য নিজের ঘুনে ধরা অংশটা বদলাতে হবে অথবা রং দিয়ে পরিবর্তন করতে হবে। ব্যক্তি আক্রোসে অযথা কুকথা বলে দেশকে ইভ টিজিং এর কু রাজ্য বানাবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।