জীবনকে এডিট করা যায় না কখনো ..। শুরুতে বলে রাখি কিভাবে জানলাম এই সেই বড় ভাই যাকে আমি অনেক দিন থেকে চিনি , যিনি আমাকে তুই বলে ডাকেন , কারণ তার ছোট ভাই আমার বন্ধু , আর যেহেতু তিনি আমেরিকা থাকেন , তার বাসায় কয়েক বার যাওয়া হয়েছিল ভাবির হাতের রান্না খাবারের লোভে , প্রথমেই বলে রাখি আমি জানতাম না ওনি সামু ব্লগের মডু , ওনি security specialist একটা কোম্পানি (সঙ্গত কারণে উল্লেখ করলাম না ) তে কাজ করেন , বুয়েট থেকে পাস করে এই আমেরিকায় এসেছেন ১০ বছর হলো . আমি ওনাকে ফোন দিলাম ভাই আপনার সাথে কিছু কথা জানতে চাই , ওনি বললেন কি বেপারে , আমি বললাম আপনি সামু ব্লগের মডু ....ওনি বললেন তুই জানস কেমনে ? সবুজ বলছে , না ভাই ..অর সাথে এই নিয়ে কোনো কথা হয় নাই তা হলে জানস কেমনে ? ভাই আপনে জানেন তো আমার computer security ওপর অনেক আগ্রহ,বাহির করছি ওনি বললেন আরে বল না , জানস কেমনে ? আমি বললাম ভাই ফোনে এত কথা বলে লাভ নাই, আমি আসতাছি আপনের বাসায় , সবুজ রে নিয়ে ওনি বললেন এক কাজ কর , সমনে জেরিন এর জন্মদিন (জেরিন হলো ভাইয়ের খুবই cute একটা মেয়ে যার বয়স ৬ ) আমি বললাম ভাই ticket কে দিব , আপনারেই কিনে দিতে হবে ...ওনি বললেন আচ্ছা দিব , কিন্তু সবুজ রে বলিস না , কারণ ও গত মাসে আমার কাছ থেকে ৪০০ ডলার নিছে...আচ্ছা বলব না , পরে আমাকে প্লেনের টিকেট কিনে মেইল করলেন , আমি সবুজরে বললাম , ও রাজি হলো একই ফ্লাইটের টিকেট কাটল সবুজ ... আমরা চলে আসলাম টেনিসি থেকে কালিফর্নিয়াতে ভাই এর বাসায় ... সময় ১২ জুলাই২০১২ , বেলা ২.১৫ রাতে আড্ডার সময় ভাই এর কথা হলো , কি বল জানস কেমনে?? আমি বললাম ভাই সামু ব্লগের security কেমন ? তিনি বলেন কোনো প্রবলেম তো দেখি না আপাতত আমি বললাম ভাই আমি একটা software কিনছি ২৪৯ ডলার দিয়ে , যেটা দিয়ে কোনো web site এর back End এর কথা থেকে frequently লগ ইন করা হয় , সেই IP দেখা যায় .. ওনি বললেন বলস কি ? ওনি software টার নাম জানতে চাইলে আমি details বললাম , তা হলে আমার দেখা পাইলি কেমনে আমি দেখলাম কোন IP থেকে back End এ লগ ইন বেশি হয় , আর এই IP গুলা কোন কোন জায়গার ... কেলিফোর্নিয়া টা দেখে কেন যাই মনে হলো আপনি তো security specialist, টার পর confirm হবার জন্য আপনি আমাকে এ আগে যে মেইল গুলা করেছেন , টার IP বের করে দেখলাম ...এই সেই আপনি ওনি বললেন জানা কে এই বেপারে জানাতে হবে ...আমি বললাম ভাই আমি জানি solution টা (সেটা পরে লিখব) এইবার ভাই আমি এত দুর আসছি শুধু মডুদের বেপারে জানতে ..অনেক কষ্ট করতে হইছে , আপনে আমারে কিছু কথা বলবেন , ওনি রসিকতা করে বললেন তরে না বললে পরে আবার তুই ঠিকই বাহির করে ছাড়বি, কি জানার আছে বল , দেখি উত্তর দিতে পারি কিনা ? প্রথম প্রশ্ন : আচ্ছা আপনারা নির্বাচনী পাতায় কোন পোস্ট দেন , অনেক অখাদ্য তো ওই খানে স্থান পায় ? উত্তর : আসলে বেপারটা ওই রকম না , আমাদের একটা software আছে , যেটা মাঝে মাঝে randomly key word দেখে নির্বাচন করে , তখন এমন টা হয় , আর ২৪ ঘন্টা কাজের জন্য অনেক দেশে মডু আছে , যাতে কাজের সমন্নয় হয় আর maximum সময়ে মেনুয়ালি করি , আমরা আগে পড়ি লেখাটা ..আমাদের টিমে ৩৭ জন আছে আমেরিকাতে শিফট করে কাজ করা হয় দিতীয় প্রশ্ন : কেচাল টা আপনেরা চাইলেই বন্ধ করতে পারেন , করেন না কেন ? উত্তর : তুই জানস না , আমরা মাঝে মাজে বেপারটা অনেক উপভোগ করি , আর তুই তো বিদেশে থাকস , দেশের মানুষের কেচাল দেখলে মাঝে মাঝে সত্যি আনন্দ লাগে , তাই আবার মনে করিস না আমরা কেচায়িল্লা পোলা, হা হা হা হা তৃতীয় প্রশ্ন : অনেক ব্লগার ভালো লিখে , কিন্তু সমালোচনা সহ্য করতে না পেরে সামু ওদের বেন করে ? এইটা মোটেও গ্রহণযোগ্য না ...আপনাদের মতামত কি ? উত্তর : বেন আসলে হুট করে করা হয় না , অনেক পর্যালোচনা করে .... আমি বললাম না ভাই এমন ব্লগার আছে তাদের কোনো নোটিশ না দিয়ে .... আসলে এমনটা হয় যখন অনেকে ব্লগে নিজেকে একনায়ক বলে চালাতে চায় , তাদের জন্য এইটাই প্রযোজ্য প্রশ্ন :আচ্ছা পুরানা ভালো ব্লগারদের ফিরায়ে আনার জন্য উদ্যোগ কি আপনাদের ? উত্তর : আসলে অনেকে বেস্ত হয়ে গেলে আসে না , আর অনেকে আসে লিখে না ...এই আর কি ? না হলে যারা ভালবাসে , তারা ঠিকই আসে , আসবে ভাই আরেকটা অতি জন গুরুত্ব পূর্ণ প্রশ্ন ...৭ দিনের কথা বলে মাসের পর মাস ...ঝুলায়ে রাখার মানে কি ? আসলে অনেকে প্রথম পোস্ট টা ভালো দিলে আমরা , তাদের ঝুলায়ে রাখি না , হে ১ মাস ...তবুও হয়ে যায় ..আসলে জনবল বাড়াইলে ভালো হত , আর অনেকে বেন খাবার পর এখই ip থেকে যখন খুলে আমরা তখন ওই গুলা ঝুলাই ইচ্ছা করে , আর অনেকে ওপেন করে পোস্ট দেয় না , ত়া হলে কেমনে আমরা বুজব যে সে ভালো লেখে , ভাই আরেকটা প্রশ্ন : মডু হতে চাইলে কি করতে হবে, আমি মডু হতে চাই , আর আমি তো আপনাগো security এর বেপারে একটা জিনিস জানাইলাম , আমারে মডু করেন ..হা হা হা উত্তর : যা আমি জানা রে কমু , দেখি সে কি বলে ? এই গাজা খুরি গল্পটা কাল রাতে মাথায় এসেছিল , তাই আজ দিয়ে দিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।